ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে দেশের হয়ে ইতিহাস গড়লেন লিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

২০২২ সালে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন লিটন দাস। পুরো বছরজুড়ে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড। তুলেছেন ১৯২১ রান। সদ্যশেষ ভারতের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে ১২তম অবস্থানে ছিলেন লিটন। সর্বশেষ আইসিসির হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যাটার হিসেবে সেরাদের মধ্যে ১১তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে লিটন ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০। এছাড়া তালিকায় এক ধাপ করে পিঁছিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ইতিহাসে এবারই লিটন টেস্ট ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। এমনকি বাংলাদেশের টেস্ট র‌্যাঙ্কিং ইতিহাসে এটাই ব্যক্তিগত সেরা ব্যাটারদের অর্জন।

এর আগে দ্বিতীয়বারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছিলেন টাইগারদের তারকা এই ব্যাটার। এর আগেও ২০২২ সালের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন।

এবার সেই অবস্থান ছাড়িয়ে সেরা দশের কাছাকাছি চলে আসলেও রেটিং পয়েন্টে নিজের আগের রেকর্ডটি ভাঙতে পারেননি লিটন। চলতি বছরের জুনে তার রেটিং ছিল ৭২৪। এটিই এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ রেটিং।

এদিকে আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ আর সাকিব এখন ৪২ নম্বরে।

বর্তমানে কোহলি অবস্থান এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন যথারীতি মারনাস লাবুশেনে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশি স্টিভেন স্মিথ। তিন নম্বরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

নিউজটি শেয়ার করুন

টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে দেশের হয়ে ইতিহাস গড়লেন লিটন

আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

২০২২ সালে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন লিটন দাস। পুরো বছরজুড়ে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড। তুলেছেন ১৯২১ রান। সদ্যশেষ ভারতের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে ১২তম অবস্থানে ছিলেন লিটন। সর্বশেষ আইসিসির হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যাটার হিসেবে সেরাদের মধ্যে ১১তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে লিটন ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০। এছাড়া তালিকায় এক ধাপ করে পিঁছিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ইতিহাসে এবারই লিটন টেস্ট ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। এমনকি বাংলাদেশের টেস্ট র‌্যাঙ্কিং ইতিহাসে এটাই ব্যক্তিগত সেরা ব্যাটারদের অর্জন।

এর আগে দ্বিতীয়বারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছিলেন টাইগারদের তারকা এই ব্যাটার। এর আগেও ২০২২ সালের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন।

এবার সেই অবস্থান ছাড়িয়ে সেরা দশের কাছাকাছি চলে আসলেও রেটিং পয়েন্টে নিজের আগের রেকর্ডটি ভাঙতে পারেননি লিটন। চলতি বছরের জুনে তার রেটিং ছিল ৭২৪। এটিই এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ রেটিং।

এদিকে আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ আর সাকিব এখন ৪২ নম্বরে।

বর্তমানে কোহলি অবস্থান এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন যথারীতি মারনাস লাবুশেনে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশি স্টিভেন স্মিথ। তিন নম্বরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।