ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুনের মধ্যেই ৫ সিটিতে নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আগামী জুনের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিস্তারিত সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সচিব।

তিনি বলেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটিতে ভোটের তফসিল হবে। ২৩ শে মে’র পর ২৯ শে জুনের আগে তিন ধাপে এই পাঁচ সিটির ভোট হবে। ভোট হবে ইভিএমে।

এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব। প্রবাসী ভোটারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসীদরের ভোটার করতে ঈদের পর আরব আমিরাতে পাইলট প্রকল্প শুরু হবে।

পাইলট প্রকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র দিতে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এজন্য টিম পাঠাবে ইসি। সংশ্লিষ্ট দূতাবাসে নাগরিকদের তথ্য নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জুনের মধ্যেই ৫ সিটিতে নির্বাচন

আপডেট সময় : ০৪:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আগামী জুনের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিস্তারিত সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সচিব।

তিনি বলেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটিতে ভোটের তফসিল হবে। ২৩ শে মে’র পর ২৯ শে জুনের আগে তিন ধাপে এই পাঁচ সিটির ভোট হবে। ভোট হবে ইভিএমে।

এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব। প্রবাসী ভোটারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসীদরের ভোটার করতে ঈদের পর আরব আমিরাতে পাইলট প্রকল্প শুরু হবে।

পাইলট প্রকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র দিতে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এজন্য টিম পাঠাবে ইসি। সংশ্লিষ্ট দূতাবাসে নাগরিকদের তথ্য নেয়া হবে বলেও জানান তিনি।