ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিদানকে সম্মান না দেখানোয় চটেছেন এমবাপে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক :

ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতানো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছিলেন ২০২১ সালে। এরপর আর কোনো দলের দায়িত্ব নেননি এই কিংবদন্তি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হবেন তিনি। কিন্তু দিন কয়েক আগে পুরনো কোচ দিদিয়ের দেশমকেই নতুন করে ফরাসি ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে। ইস্যুটা থেমে যেতে পারতো এখানেই। কিন্তু জিদানকে অসম্মান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত।

আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, আমি ভালো করেই জানি জিদান কোচিংয়ের আলোচনায় সব সময় ছিল। তার অনেক সমর্থক। অনেকে আবার দেশমের চলে যাওয়ার অপেক্ষায়। কিন্তু দেশমের কেউ নিন্দা করতে পারবে? কেউ না।

এর পরেই তাকে প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের দায়িত্ব না পাওয়ায় জিদান হয়তো ব্রাজিলের কোচ হতে পারেন – এই জবাবে বিন্দুমাত্র সম্মান দেখিয়ে কথা বলেননি গ্রায়েত। তিনি বলেন, জিদান ব্রাজিলে যাবে? আমার কিছু আসে-যায় না। তার যা মন চায়, করুক। সে যেখানে খুশি যাক। এটা আমার ভাবার বিষয় নয়। ওর সঙ্গে আমি কখনোই এটা নিয়ে আলাপ করিনি। আর দেশমকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তাও করিনি। জিদান যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে আমি তার ফোন ধরবো না।

ফরাসি ফুটবল প্রধানের এই মন্তব্য প্রচার হতেই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একজন কিংবদন্তির প্রতি ন্যূনতম সম্মান না দেখানোয় ভীষণ চটেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপেও। তিনি তো টুইটারে এভাবেই লিখেছেন, জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে এভাবে অসম্মান করতে পারি না। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক জিদান। ২০০৬ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সেই আরেকটি শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিল ফ্রান্স।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও জিদান নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে দুটি লা লিগা। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা।

নিউজটি শেয়ার করুন

জিদানকে সম্মান না দেখানোয় চটেছেন এমবাপে

আপডেট সময় : ০৩:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক :

ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতানো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছিলেন ২০২১ সালে। এরপর আর কোনো দলের দায়িত্ব নেননি এই কিংবদন্তি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হবেন তিনি। কিন্তু দিন কয়েক আগে পুরনো কোচ দিদিয়ের দেশমকেই নতুন করে ফরাসি ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে। ইস্যুটা থেমে যেতে পারতো এখানেই। কিন্তু জিদানকে অসম্মান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত।

আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, আমি ভালো করেই জানি জিদান কোচিংয়ের আলোচনায় সব সময় ছিল। তার অনেক সমর্থক। অনেকে আবার দেশমের চলে যাওয়ার অপেক্ষায়। কিন্তু দেশমের কেউ নিন্দা করতে পারবে? কেউ না।

এর পরেই তাকে প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের দায়িত্ব না পাওয়ায় জিদান হয়তো ব্রাজিলের কোচ হতে পারেন – এই জবাবে বিন্দুমাত্র সম্মান দেখিয়ে কথা বলেননি গ্রায়েত। তিনি বলেন, জিদান ব্রাজিলে যাবে? আমার কিছু আসে-যায় না। তার যা মন চায়, করুক। সে যেখানে খুশি যাক। এটা আমার ভাবার বিষয় নয়। ওর সঙ্গে আমি কখনোই এটা নিয়ে আলাপ করিনি। আর দেশমকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তাও করিনি। জিদান যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে আমি তার ফোন ধরবো না।

ফরাসি ফুটবল প্রধানের এই মন্তব্য প্রচার হতেই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একজন কিংবদন্তির প্রতি ন্যূনতম সম্মান না দেখানোয় ভীষণ চটেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপেও। তিনি তো টুইটারে এভাবেই লিখেছেন, জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে এভাবে অসম্মান করতে পারি না। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক জিদান। ২০০৬ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সেই আরেকটি শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিল ফ্রান্স।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও জিদান নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে দুটি লা লিগা। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা।