ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জের খাদেমুল ইসলাম

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেলে একাডেমিক কাউন্সিলরদের ভোটে সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম সর্বোচ্চ ভোট পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ এপ্রিল বিকেলে ভোট গ্রহন শেষে রাত সারে ১০টায় এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
ড. খাদেমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (১৯৯২) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে নিয়োগ পান। ড. খাদেমুল চাকরিরত অবস্থায় প্রেষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে Plasma Physics-এ Ph.D. (২০০৫) ডিগ্রি অর্জন করেন। তাছাড়া তিনি অস্ট্রেলিয়ার University of Melbourne থেকে Learners’ Assesment System এর ওপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন যা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষায় সংস্কার বিষয়ে অবদান রাখতে সহায়তা করে। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে তিনি পরবর্তীতে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যলয় থেকে এম.এড. (২০১৭) এবং মালয়শিয়ার University of Nottingham থেকে Master of Education (প্রথমপর্ব) শেষ করেন। তিনি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।
ড. খাদেমুল দেশে ও বিদেশে পদার্থবিজ্ঞানের অনেক সম্মেলনে অংশগ্রহণ করে সেখানে বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন। তাছাড়া আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ড. খাদেমুল প্রায় ৫ (পাঁচ) বছর ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা উন্নয়ন ইউনিটে ‘পরীক্ষা মূল্যায়ন বিশেষজ্ঞ’ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ১০ বছর ‘প্রশিক্ষণ বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি আমেরিকার University of Alabama এবং নিউইয়র্কে University of Fordham থেকে Secondary School Mangement বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি শিক্ষাক্রম, শিক্ষার্থী মূল্যায়ন ও দক্ষতাভিত্তিক প্রশ্নপ্রণয়ন বিষয়ে সারাদেশে Resource Person হিসেবে কাজ করেন। ড. খাদেমুল পদার্থবিজ্ঞানের অত্যন্ত সম্ভাবনাময় শাখা Plasma Physics-এ জোহান্সবার্গের University of the Witwatersrand থেকে Post-Doctoral গবেষণা (২০০৮) সম্পন্ন করেন। অব্যবহিত  পূর্বে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের আওতায় গাজীপুর জেলার ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে’ অধ্যক্ষ হিসেবে (২০২০-২০২১) দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে
তিনি ঢাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন (২০২১)।
ড. খাদেমুল ইসলামের এমন সফলতায় সিরাজগঞ্জ জেলার মানুষ অনেক আনন্দিত। জেলাবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে তার হাত ধরে সরকারি  মহিলা কলেজটি এক অনন্য উচ্চতায় উঠবে এবং রুপকল্প ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জের খাদেমুল ইসলাম

আপডেট সময় : ০১:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেলে একাডেমিক কাউন্সিলরদের ভোটে সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম সর্বোচ্চ ভোট পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ এপ্রিল বিকেলে ভোট গ্রহন শেষে রাত সারে ১০টায় এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
ড. খাদেমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (১৯৯২) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে নিয়োগ পান। ড. খাদেমুল চাকরিরত অবস্থায় প্রেষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে Plasma Physics-এ Ph.D. (২০০৫) ডিগ্রি অর্জন করেন। তাছাড়া তিনি অস্ট্রেলিয়ার University of Melbourne থেকে Learners’ Assesment System এর ওপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন যা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষায় সংস্কার বিষয়ে অবদান রাখতে সহায়তা করে। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে তিনি পরবর্তীতে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যলয় থেকে এম.এড. (২০১৭) এবং মালয়শিয়ার University of Nottingham থেকে Master of Education (প্রথমপর্ব) শেষ করেন। তিনি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।
ড. খাদেমুল দেশে ও বিদেশে পদার্থবিজ্ঞানের অনেক সম্মেলনে অংশগ্রহণ করে সেখানে বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন। তাছাড়া আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ড. খাদেমুল প্রায় ৫ (পাঁচ) বছর ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা উন্নয়ন ইউনিটে ‘পরীক্ষা মূল্যায়ন বিশেষজ্ঞ’ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ১০ বছর ‘প্রশিক্ষণ বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি আমেরিকার University of Alabama এবং নিউইয়র্কে University of Fordham থেকে Secondary School Mangement বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি শিক্ষাক্রম, শিক্ষার্থী মূল্যায়ন ও দক্ষতাভিত্তিক প্রশ্নপ্রণয়ন বিষয়ে সারাদেশে Resource Person হিসেবে কাজ করেন। ড. খাদেমুল পদার্থবিজ্ঞানের অত্যন্ত সম্ভাবনাময় শাখা Plasma Physics-এ জোহান্সবার্গের University of the Witwatersrand থেকে Post-Doctoral গবেষণা (২০০৮) সম্পন্ন করেন। অব্যবহিত  পূর্বে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের আওতায় গাজীপুর জেলার ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে’ অধ্যক্ষ হিসেবে (২০২০-২০২১) দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে
তিনি ঢাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন (২০২১)।
ড. খাদেমুল ইসলামের এমন সফলতায় সিরাজগঞ্জ জেলার মানুষ অনেক আনন্দিত। জেলাবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে তার হাত ধরে সরকারি  মহিলা কলেজটি এক অনন্য উচ্চতায় উঠবে এবং রুপকল্প ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাখ//আর