ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ : ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণটি একটি দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা।

সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ফায়ার সার্ভিস ডিজি।

অন্য কোনো কারণ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনা নাকি অন্য কারণে সায়েন্সল্যাবের ঘটনা, তা জানতে আমি নিজে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম। সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমও কাজ করেছে। তারা জানিয়েছে, সেখানে নাশকতা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। এসব থেকে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। এরপরও এ ঘটনা তদন্ত হচ্ছে।

তিনি বলেন, আমাদের জানামতে, নাশকতার কোনও আলামত পাইনি। এটা এখন পর্যন্ত তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত অনেকদিন এক জায়গায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত। এটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয় বলে মনে হচ্ছে।

বড় বড় আগুনের ঘটনার পরেও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরছে না কেন এমন প্রশ্নে ফায়ার সার্ভিস ডিজি বলেন, সরকারের নির্দেশনার পর নতুন করে ফায়ার সার্ভিস কিংবা সিটি করপোরেশন কেউই কেমিক্যাল গোডাউন করা বা কারখানা স্থাপনের জন্য পুরান ঢাকায় কোনো অনুমতি দিচ্ছে না। এখনো যা হচ্ছে, তার সবই অবৈধ। তবে পুরান ঢাকায় কেন এখনো কেমিক্যাল গোডাউন, কারখানা কিংবা বিক্রি হচ্ছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ভালো বলতে পারবে।

ফায়ার সার্ভিস সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আমরা বিদেশেও সফলতার স্বাক্ষর রেখেছি। আমাদের ফায়ার সার্ভিস তুরস্কেও ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে কাজ করেছে। আমাদের প্রত্যেকটি ফায়ার ফাইটার প্রশিক্ষিত। আমাদের জনবলকে আরও দক্ষ ও প্রশিক্ষিত করা হচ্ছে। ভলান্টিয়ারদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ : ফায়ার সার্ভিস

আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণটি একটি দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা।

সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ফায়ার সার্ভিস ডিজি।

অন্য কোনো কারণ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনা নাকি অন্য কারণে সায়েন্সল্যাবের ঘটনা, তা জানতে আমি নিজে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম। সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমও কাজ করেছে। তারা জানিয়েছে, সেখানে নাশকতা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। এসব থেকে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। এরপরও এ ঘটনা তদন্ত হচ্ছে।

তিনি বলেন, আমাদের জানামতে, নাশকতার কোনও আলামত পাইনি। এটা এখন পর্যন্ত তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত অনেকদিন এক জায়গায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত। এটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয় বলে মনে হচ্ছে।

বড় বড় আগুনের ঘটনার পরেও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরছে না কেন এমন প্রশ্নে ফায়ার সার্ভিস ডিজি বলেন, সরকারের নির্দেশনার পর নতুন করে ফায়ার সার্ভিস কিংবা সিটি করপোরেশন কেউই কেমিক্যাল গোডাউন করা বা কারখানা স্থাপনের জন্য পুরান ঢাকায় কোনো অনুমতি দিচ্ছে না। এখনো যা হচ্ছে, তার সবই অবৈধ। তবে পুরান ঢাকায় কেন এখনো কেমিক্যাল গোডাউন, কারখানা কিংবা বিক্রি হচ্ছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ভালো বলতে পারবে।

ফায়ার সার্ভিস সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আমরা বিদেশেও সফলতার স্বাক্ষর রেখেছি। আমাদের ফায়ার সার্ভিস তুরস্কেও ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে কাজ করেছে। আমাদের প্রত্যেকটি ফায়ার ফাইটার প্রশিক্ষিত। আমাদের জনবলকে আরও দক্ষ ও প্রশিক্ষিত করা হচ্ছে। ভলান্টিয়ারদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি।