ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘জনদৃষ্টিকে ভিন্নদিকে নিতে সংলাপের কথা বলছে আওয়ামী লীগ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: জনগণের দৃষ্টি সরিয়ে নিতেই সরকার সংলাপের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ই জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এটা থেকে দৃষ্টি সরাতেই এই সংলাপের কথা বলা হচ্ছে। যে চেষ্টাই হোক নির্বাচনের সময় নিরপেক্ষ নির্দলীয় সরকার হতেই হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে প্রয়োজনে সবাইকে সাহস করে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ সংগ্রাম করে দাবি আদায় করতে জানে। নির্বাচন হবে নিশ্চয়। কিন্তু সেটি যেন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেই দাবি আদায় করতে হবে।

বিদ্যুতের জন্য হাজার হাজার টাকা খরচ করা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, এখন কেন এ অবস্থা? সব ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। টাকাগুলো গেলো কোথায়? অর্থনীতিবিদরা বলছেন, সরকারের টাকা নেই, ডলারও নেই।

মানুষ যা চায়, আওয়ামী লীগ তার উল্টো কাজ করে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। তারা নিজেরা নিজেরা লড়াই করেন, তাদের কোনো কিছুই গণতান্ত্রিক না।

নিউজটি শেয়ার করুন

‘জনদৃষ্টিকে ভিন্নদিকে নিতে সংলাপের কথা বলছে আওয়ামী লীগ’

আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: জনগণের দৃষ্টি সরিয়ে নিতেই সরকার সংলাপের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ই জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এটা থেকে দৃষ্টি সরাতেই এই সংলাপের কথা বলা হচ্ছে। যে চেষ্টাই হোক নির্বাচনের সময় নিরপেক্ষ নির্দলীয় সরকার হতেই হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে প্রয়োজনে সবাইকে সাহস করে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ সংগ্রাম করে দাবি আদায় করতে জানে। নির্বাচন হবে নিশ্চয়। কিন্তু সেটি যেন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেই দাবি আদায় করতে হবে।

বিদ্যুতের জন্য হাজার হাজার টাকা খরচ করা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, এখন কেন এ অবস্থা? সব ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। টাকাগুলো গেলো কোথায়? অর্থনীতিবিদরা বলছেন, সরকারের টাকা নেই, ডলারও নেই।

মানুষ যা চায়, আওয়ামী লীগ তার উল্টো কাজ করে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। তারা নিজেরা নিজেরা লড়াই করেন, তাদের কোনো কিছুই গণতান্ত্রিক না।