ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিলমারীতে শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৫৭৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি //
কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে শুভসং‌ঘের উদ্যো‌গে বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চির উদ্বোধন করা হ‌য়ে‌ছে। সোমবার (২১আগস্ট) দুপু‌রে উপ‌জেলার উত্তর রমনা ম‌নির উদ্দিন ইব‌তেদা‌য়ি নূরাণী মাদরাসা চত্ব‌রে বি‌ভিন্ন প্রজা‌তির গা‌ছের চারা রোপণ করে এ কর্সসূ‌চির উদ্বোধন করা হয়।
জানা গে‌ছে, বসুন্ধরা শুভসংঘ চিলমারী শাখার উদ্যো‌গে উত্তর রমনা ম‌নিরউদ্দিন ইব‌তেদা‌য়ি নূরাণী মাদরাসা চত্বরে আম, পেয়ারা, চালতা, আমলক্ষী, ও আকাশ মণি গা‌ছের ১০টি ‌চারা রোপণ করা হয়। পরবর্তী‌তে উপ‌জেলার আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠা‌নে অর্ধ শতা‌ধিক ফলদ ও বনজ গা‌ছের চারা রোপন করা হ‌বে। এতে আর্থিক সহায়তা ক‌রেন প্রকৌশলী ম‌তিয়ার রহমা‌ন।
এ সময় কা‌লের কণ্ঠ’র প্রতি‌নি‌ধি রোকনুজ্জামান মানু, শুভসং‌ঘের উপ‌জেলা শাখার সভাপ‌তি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক সাওরাত সো‌হেল, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ রকি, ধর্ম বিষয়ক সম্পাদক মমিমুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম রা‌ফি, কার্যকরী সদস্য মমিনুল ইসলাম বাবু, স‌াংবা‌দিক আব্দুল মা‌লেক, প্রতিষ্ঠা‌ন‌টির সভাপ‌তি মাহফুজার রহমান, শিক্ষক মো. নুর আমিনসহ শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি শেয়ার করুন

চিলমারীতে শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
// চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি //
কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে শুভসং‌ঘের উদ্যো‌গে বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চির উদ্বোধন করা হ‌য়ে‌ছে। সোমবার (২১আগস্ট) দুপু‌রে উপ‌জেলার উত্তর রমনা ম‌নির উদ্দিন ইব‌তেদা‌য়ি নূরাণী মাদরাসা চত্ব‌রে বি‌ভিন্ন প্রজা‌তির গা‌ছের চারা রোপণ করে এ কর্সসূ‌চির উদ্বোধন করা হয়।
জানা গে‌ছে, বসুন্ধরা শুভসংঘ চিলমারী শাখার উদ্যো‌গে উত্তর রমনা ম‌নিরউদ্দিন ইব‌তেদা‌য়ি নূরাণী মাদরাসা চত্বরে আম, পেয়ারা, চালতা, আমলক্ষী, ও আকাশ মণি গা‌ছের ১০টি ‌চারা রোপণ করা হয়। পরবর্তী‌তে উপ‌জেলার আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠা‌নে অর্ধ শতা‌ধিক ফলদ ও বনজ গা‌ছের চারা রোপন করা হ‌বে। এতে আর্থিক সহায়তা ক‌রেন প্রকৌশলী ম‌তিয়ার রহমা‌ন।
এ সময় কা‌লের কণ্ঠ’র প্রতি‌নি‌ধি রোকনুজ্জামান মানু, শুভসং‌ঘের উপ‌জেলা শাখার সভাপ‌তি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক সাওরাত সো‌হেল, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ রকি, ধর্ম বিষয়ক সম্পাদক মমিমুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম রা‌ফি, কার্যকরী সদস্য মমিনুল ইসলাম বাবু, স‌াংবা‌দিক আব্দুল মা‌লেক, প্রতিষ্ঠা‌ন‌টির সভাপ‌তি মাহফুজার রহমান, শিক্ষক মো. নুর আমিনসহ শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।