ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিতলমারীতে স্কুলের পিয়ন পদের দাম হেঁকেছে ১০ লাখ : সদস্যের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ৫১৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// চিতলমারী প্রতিনিধি //

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবপল্লী নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিয়ন (অফিস সহায়ক) পদে নিয়োগের জন্য ১০ লাখ টাকা দাম হাঁকা হয়েছে। স্কুলটির সভাপতি ও প্রধান শিক্ষক এ দর তুলেছেন। অর্থ বাণিজ্যের উদ্দেশে গোপন বৈঠকের মাধ্যমে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও এলাকার লোক ও সংশ্লিষ্টরা তা জানেন না। তাই এলাকার কোন ব্যাক্তি এ পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেননি। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ সব অভিযোগ তুলে ধরে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট ৭টি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিজয় বাড়ৈ (৪৫)।

অভিযোগপত্রে জানা গেছে, নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী হাজরা ও সভাপতি মোঃ লুৎফুর রহমান ফুল কাজী অর্থ বাণিজ্যের উদ্দেশে গোপন বৈঠকের মাধ্যমে সৃষ্টপদে অফিস সহায়ক নিয়োগ দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। তারা নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করলেও ম্যানেজিং কমিটির অনেক সদস্য, ভূমিদাতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ অভিভাবকরা কেউই জানেন না। বিধায় এলাকার কোন ব্যক্তি উক্ত পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেননি। যারা আবেদন করেছে তারমধ্যে চারজন চিতলমারী উপজেলার বাইরের একই এলাকার লোক। বাকী একজন প্রধান শিক্ষকের স্বামীর এনজিওর কর্মী।

নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বিজয় বাড়ৈ জানান, প্রধান শিক্ষক শিখা রাণী হাজরা ও সভাপতি মোঃ লুৎফুর রহমান ফুল কাজী উক্ত পদে নিয়োগের জন্য ১০ লাখ টাকা দর হেঁকেছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় প্রচার বহুল প্রতিকায় প্রকাশের জন্য তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা আঞ্চলিক পরিচালক, বাগেরহাট জেলা প্রশাসক, বাগেরহাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চিতলমারী উপজেলা চেয়ারম্যান, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চিতলমারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরারবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ লুৎফুর রহমান ফুল কাজী বলেন, ‘পিয়ন পদে নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষকের সাথে আলাপ করে আপনাদের বিস্তারিত জানাবো।’
নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী হাজরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২০২১ সালের নীতিমালা অনুযায়ী সৃষ্টপদ অফিস সহায়ক নিয়োগের জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। একটি পদের বিপরীতে ৫টি আবেদন পেয়েছি। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

এ ব্যাপারে জানতে চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছার মুঠোফোনে বার বার ফোন দিলেও কোন তথ্য পাওয়া যায়নি।

তবে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’

নিউজটি শেয়ার করুন

চিতলমারীতে স্কুলের পিয়ন পদের দাম হেঁকেছে ১০ লাখ : সদস্যের অভিযোগ

আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

// চিতলমারী প্রতিনিধি //

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবপল্লী নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিয়ন (অফিস সহায়ক) পদে নিয়োগের জন্য ১০ লাখ টাকা দাম হাঁকা হয়েছে। স্কুলটির সভাপতি ও প্রধান শিক্ষক এ দর তুলেছেন। অর্থ বাণিজ্যের উদ্দেশে গোপন বৈঠকের মাধ্যমে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও এলাকার লোক ও সংশ্লিষ্টরা তা জানেন না। তাই এলাকার কোন ব্যাক্তি এ পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেননি। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ সব অভিযোগ তুলে ধরে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট ৭টি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিজয় বাড়ৈ (৪৫)।

অভিযোগপত্রে জানা গেছে, নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী হাজরা ও সভাপতি মোঃ লুৎফুর রহমান ফুল কাজী অর্থ বাণিজ্যের উদ্দেশে গোপন বৈঠকের মাধ্যমে সৃষ্টপদে অফিস সহায়ক নিয়োগ দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। তারা নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করলেও ম্যানেজিং কমিটির অনেক সদস্য, ভূমিদাতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ অভিভাবকরা কেউই জানেন না। বিধায় এলাকার কোন ব্যক্তি উক্ত পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেননি। যারা আবেদন করেছে তারমধ্যে চারজন চিতলমারী উপজেলার বাইরের একই এলাকার লোক। বাকী একজন প্রধান শিক্ষকের স্বামীর এনজিওর কর্মী।

নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বিজয় বাড়ৈ জানান, প্রধান শিক্ষক শিখা রাণী হাজরা ও সভাপতি মোঃ লুৎফুর রহমান ফুল কাজী উক্ত পদে নিয়োগের জন্য ১০ লাখ টাকা দর হেঁকেছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ও শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় প্রচার বহুল প্রতিকায় প্রকাশের জন্য তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা আঞ্চলিক পরিচালক, বাগেরহাট জেলা প্রশাসক, বাগেরহাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চিতলমারী উপজেলা চেয়ারম্যান, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চিতলমারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরারবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ লুৎফুর রহমান ফুল কাজী বলেন, ‘পিয়ন পদে নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষকের সাথে আলাপ করে আপনাদের বিস্তারিত জানাবো।’
নবপল্লী নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী হাজরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২০২১ সালের নীতিমালা অনুযায়ী সৃষ্টপদ অফিস সহায়ক নিয়োগের জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। একটি পদের বিপরীতে ৫টি আবেদন পেয়েছি। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

এ ব্যাপারে জানতে চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছার মুঠোফোনে বার বার ফোন দিলেও কোন তথ্য পাওয়া যায়নি।

তবে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’