ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চট্টগ্রামে পা রেখেই অনুশীলনে সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে দলের সঙ্গে শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম আসেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত কাজ শেষ কওে রোববার (৫ মার্চ) সকাল নয়টায় চট্টগ্রামে পৌঁছান তিনি। বিশ্রাম নিয়ে এক ঘণ্টা পর সকাল দশটায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের জন্য শেষবারের মতো লাল সবুজের দল নিজেদের ঝালিয়ে নিচ্ছে। মাঠে এসে দলীয় আলাপ সেরে নিয়ে এখন নেটে ভাগ হয়ে ব্যাটিং-বোলিং করছেন তামিম-সাকিবরা।

মাঠে নেমে হালকা ওয়ার্মআপ শেষ করে স্কিল অনুশীলনে মনোযোগ দিয়েছেন ক্রিকেটাররা। সাকিব অনুশীলন শুরু করেছেন বোলিং দিয়ে। গত কিছুদিন ধরে ব্যাটিংটা ভালো হলেও বোলিংটা ঠিক সাকিবের মানের হচ্ছে না।

এর আগে সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরুর এক সপ্তাহ পর যোগ দিয়েছিলেন সাকিব। এ দিনও সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে দুপুরে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

অনুশীলনে কম মনোযোগী হলেও পারফরম্যান্সে খুব একটা ভাটা পড়েনি। দ্বিতীয় ওয়ানডেতে যখন একের পর ব্যাটসম্যারা ব্যর্থ তখন সাকিব ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ফিফটি করেছেন।

সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতির পর ৯ মার্চ সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুঁইয়েছে তামিম ইকবালের দল।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পা রেখেই অনুশীলনে সাকিব

আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে দলের সঙ্গে শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম আসেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত কাজ শেষ কওে রোববার (৫ মার্চ) সকাল নয়টায় চট্টগ্রামে পৌঁছান তিনি। বিশ্রাম নিয়ে এক ঘণ্টা পর সকাল দশটায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের জন্য শেষবারের মতো লাল সবুজের দল নিজেদের ঝালিয়ে নিচ্ছে। মাঠে এসে দলীয় আলাপ সেরে নিয়ে এখন নেটে ভাগ হয়ে ব্যাটিং-বোলিং করছেন তামিম-সাকিবরা।

মাঠে নেমে হালকা ওয়ার্মআপ শেষ করে স্কিল অনুশীলনে মনোযোগ দিয়েছেন ক্রিকেটাররা। সাকিব অনুশীলন শুরু করেছেন বোলিং দিয়ে। গত কিছুদিন ধরে ব্যাটিংটা ভালো হলেও বোলিংটা ঠিক সাকিবের মানের হচ্ছে না।

এর আগে সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরুর এক সপ্তাহ পর যোগ দিয়েছিলেন সাকিব। এ দিনও সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে দুপুরে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

অনুশীলনে কম মনোযোগী হলেও পারফরম্যান্সে খুব একটা ভাটা পড়েনি। দ্বিতীয় ওয়ানডেতে যখন একের পর ব্যাটসম্যারা ব্যর্থ তখন সাকিব ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ফিফটি করেছেন।

সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতির পর ৯ মার্চ সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুঁইয়েছে তামিম ইকবালের দল।