ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গ্রাহকের ছুরিকাঘাতে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় চম্পা চাকমা (২৮) নামে এক এনজিওকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

নিহত চম্পা চাকমা রাঙামাটি জেলার কোতোয়ালী থানার বন্দুকভাঙা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে। অন্যদিকে ঘাতক এনাম পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকায় অবস্থিত হোসনাবাদ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন। রাত ৮টা ২০ মিনিটের দিকে লালানগর ওয়ান ব্যাংকের পাশে অবস্থিত পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার এক সহকর্মীসহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। সেখানে এনাম নামে এক ব্যক্তি আগে থেকে দাঁড়িয়ে ছিলেন। তিনি তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন। এনজিওকর্মী চম্পা অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে ঋণের কিস্তির বিষয়ে কথা কাটাকাটি শুরু করে ঘাতক এনাম। একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। পরে চম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চম্পা চাকমার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গ্রাহকের ছুরিকাঘাতে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

আপডেট সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় চম্পা চাকমা (২৮) নামে এক এনজিওকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

নিহত চম্পা চাকমা রাঙামাটি জেলার কোতোয়ালী থানার বন্দুকভাঙা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে। অন্যদিকে ঘাতক এনাম পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকায় অবস্থিত হোসনাবাদ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন। রাত ৮টা ২০ মিনিটের দিকে লালানগর ওয়ান ব্যাংকের পাশে অবস্থিত পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার এক সহকর্মীসহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। সেখানে এনাম নামে এক ব্যক্তি আগে থেকে দাঁড়িয়ে ছিলেন। তিনি তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন। এনজিওকর্মী চম্পা অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে ঋণের কিস্তির বিষয়ে কথা কাটাকাটি শুরু করে ঘাতক এনাম। একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। পরে চম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চম্পা চাকমার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।