ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোদাগাড়ীর ৩০ চাষীকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ প্রদান

 রাজশাহী থেকে মোঃ হায়দার আলী
  • আপডেট সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৮৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গোদাগাড়ী  উপজেলার ৩০ জন চাষীকে নিয়ে ২ দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ ও ভ্রমণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহম্মদ এর নির্দেশনায় নাশিক প্ল্যান্ট, পট, মিঠাপুকুর,রংপুর এ কোকোপিট উৎপাদন প্রক্রিয়া এবং  এর ব্যবহার সম্পর্কে জানানো হয়, পলিনেট হাউজে কোকোপিটে  বিভিন্ন ফসলের চারা উৎপাদন কলাকৌশল শেখানো হয়। যাত্রা পথে নশিপুর, দিনাজপুর, বাংলাদেশ গম ও  ভূট্টা গবেষণা কেন্দ্রে গম ও ভূট্টার আধুনিক জাত এর বিভিন্ন প্লট পরির্দশন করা হয়, আধুনিক চাষাবাদ কৌশল শেখানো হয়। হর্টিকালচার সেন্টার, দিনাজপুর, বিভিন্ন ফলের  আধুনিক জাতের চাষাবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়, মাতৃবাগান পরিদর্শন করা হয়।
পরবর্তীতে যাত্রা পথে পঞ্চগড় জেলার কাজী এন্ড কাজী টি স্টেট, তেতুলিয়া চা বাগান পরিদর্শন  করা হয় এবং চা চাষ  সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাংলাবান্দা স্থল বন্দরে অবস্থিত সংঙ্গনিরোধন কেন্দ্রের কার্যক্রম পরির্দশন করা হয়। দেশের সর্ব উত্তরের পর্যটন এলাকায়  তেতুঁলিয়া ডাকবাংলো পরিদর্শন করে দেশের পর্যটন এলাকার  জ্ঞান ও নির্মল আনন্দ  লাভ করা হয়।
পরিশেষে ২ দিনের ভ্রমণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দশ জন কৃষককে পুরস্কৃত করা হয়।। সব মিলিয়ে ২ দিনের এ ভ্রমণটি ছিল প্রাণবন্ত, শিক্ষণীয় ও মনে রাখার মত৷  এজন্য অংশগ্রহনকারী কৃষকরা উপজেলা কৃষি অফিসার ও প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

গোদাগাড়ীর ৩০ চাষীকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ প্রদান

আপডেট সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গোদাগাড়ী  উপজেলার ৩০ জন চাষীকে নিয়ে ২ দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ ও ভ্রমণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহম্মদ এর নির্দেশনায় নাশিক প্ল্যান্ট, পট, মিঠাপুকুর,রংপুর এ কোকোপিট উৎপাদন প্রক্রিয়া এবং  এর ব্যবহার সম্পর্কে জানানো হয়, পলিনেট হাউজে কোকোপিটে  বিভিন্ন ফসলের চারা উৎপাদন কলাকৌশল শেখানো হয়। যাত্রা পথে নশিপুর, দিনাজপুর, বাংলাদেশ গম ও  ভূট্টা গবেষণা কেন্দ্রে গম ও ভূট্টার আধুনিক জাত এর বিভিন্ন প্লট পরির্দশন করা হয়, আধুনিক চাষাবাদ কৌশল শেখানো হয়। হর্টিকালচার সেন্টার, দিনাজপুর, বিভিন্ন ফলের  আধুনিক জাতের চাষাবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়, মাতৃবাগান পরিদর্শন করা হয়।
পরবর্তীতে যাত্রা পথে পঞ্চগড় জেলার কাজী এন্ড কাজী টি স্টেট, তেতুলিয়া চা বাগান পরিদর্শন  করা হয় এবং চা চাষ  সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাংলাবান্দা স্থল বন্দরে অবস্থিত সংঙ্গনিরোধন কেন্দ্রের কার্যক্রম পরির্দশন করা হয়। দেশের সর্ব উত্তরের পর্যটন এলাকায়  তেতুঁলিয়া ডাকবাংলো পরিদর্শন করে দেশের পর্যটন এলাকার  জ্ঞান ও নির্মল আনন্দ  লাভ করা হয়।
পরিশেষে ২ দিনের ভ্রমণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দশ জন কৃষককে পুরস্কৃত করা হয়।। সব মিলিয়ে ২ দিনের এ ভ্রমণটি ছিল প্রাণবন্ত, শিক্ষণীয় ও মনে রাখার মত৷  এজন্য অংশগ্রহনকারী কৃষকরা উপজেলা কৃষি অফিসার ও প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।