ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুরুদাসপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৭৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের গুরুদাসপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা শহিদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।
মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তি নামে ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মাধ্যমে দর্শনার্থীরা বদলে যাওয়া আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাশ শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আয়ৃব আলী, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ প্রমুখ ।
সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ,সারসহ বিভিন্ন উপকরণ সময়মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’
কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, কৃষকদের আধুনিক কৃষির সাথে পরিচয় করাতে এবং তাদের আধুনিক কৃষিনীর্ভর করে গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

গুরুদাসপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

আপডেট সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের গুরুদাসপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা শহিদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।
মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তি নামে ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মাধ্যমে দর্শনার্থীরা বদলে যাওয়া আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাশ শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আয়ৃব আলী, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ প্রমুখ ।
সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ,সারসহ বিভিন্ন উপকরণ সময়মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’
কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, কৃষকদের আধুনিক কৃষির সাথে পরিচয় করাতে এবং তাদের আধুনিক কৃষিনীর্ভর করে গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।