ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইন ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মালা গ্রেপ্তার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৫৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// কাজী মকবুল, গাজীপুর // 
গাজীপুর মেট্রো সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকা থেকে ১ কেজি ২শ’ ৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রো পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞীর নাম মালা (৩৮)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া (পাইলট স্কুলের সামনে) এলাকার শফিক মিয়ার স্ত্রী। তিনি গাজীপুর মেট্রো সদর থানাধীন পূর্ব বিলাশপুর গুজুর আলীর বাড়ীর ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রো পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: সামসুর রহমান জানান, ৮ জুন (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেট্রো সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়াতে অভিযান পরিচালনা করে। জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, এসি (সদর জোন) ফাহিম আসজাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম,
ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ, এসআই উৎপল কুমার পিপিএম, এসআই জহিরুল ইসলাম বিপিএম, এবং কিলো-১১ ডিউটিতে নিয়োজিত এসআই রুহুল আমিন নেতৃত্বে সদর থানার একাধিক টিম অভিযানে অংশ নেয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক সম্রাজ্ঞী মালা (৩৮) কে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসবাদ করলে তার কাছে বিপুল পরিমাণ মাদক থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানোমতে তার অপর সহযোগী ও পলাতক আসামী মোছা: পিপাসা আক্তার (৩০) এর বাসার খাটের নিচ হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত মোট ১ কেজি ২শ’ ৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের অবৈধ বাজার মূল্য দেড় কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
তিনি আরো জানান, ধৃত আসামী মালাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে এবং ইয়াবাগুলো ব্রাহ্মনবাড়ীয়া থেকে গাজীপুরে বিক্রির জন্য আনা হয়েছে। তিনি জানান, এ উক্ত ঘটনায় জড়িত অন্য আসামীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইন ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মালা গ্রেপ্তার 

আপডেট সময় : ১১:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
// কাজী মকবুল, গাজীপুর // 
গাজীপুর মেট্রো সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকা থেকে ১ কেজি ২শ’ ৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রো পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞীর নাম মালা (৩৮)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া (পাইলট স্কুলের সামনে) এলাকার শফিক মিয়ার স্ত্রী। তিনি গাজীপুর মেট্রো সদর থানাধীন পূর্ব বিলাশপুর গুজুর আলীর বাড়ীর ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রো পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: সামসুর রহমান জানান, ৮ জুন (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেট্রো সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়াতে অভিযান পরিচালনা করে। জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, এসি (সদর জোন) ফাহিম আসজাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম,
ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ, এসআই উৎপল কুমার পিপিএম, এসআই জহিরুল ইসলাম বিপিএম, এবং কিলো-১১ ডিউটিতে নিয়োজিত এসআই রুহুল আমিন নেতৃত্বে সদর থানার একাধিক টিম অভিযানে অংশ নেয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক সম্রাজ্ঞী মালা (৩৮) কে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসবাদ করলে তার কাছে বিপুল পরিমাণ মাদক থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানোমতে তার অপর সহযোগী ও পলাতক আসামী মোছা: পিপাসা আক্তার (৩০) এর বাসার খাটের নিচ হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত মোট ১ কেজি ২শ’ ৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের অবৈধ বাজার মূল্য দেড় কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
তিনি আরো জানান, ধৃত আসামী মালাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে এবং ইয়াবাগুলো ব্রাহ্মনবাড়ীয়া থেকে গাজীপুরে বিক্রির জন্য আনা হয়েছে। তিনি জানান, এ উক্ত ঘটনায় জড়িত অন্য আসামীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।