ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় পরিবারহারা ১৭ হাজার শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫১৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় চলমান যুদ্ধে গত ৪ মাসে অন্তত ১৭ হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর এই চার মাস ধরে বর্বরতার এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান যোগাযোগ কর্মকর্তা জোনাথান ক্রিকসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জোনাথান ক্রিকস বলেন, গত চার মাসের যুদ্ধে গাজার প্রায় ১৭ হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে আলাদা রয়েছে। পরিবারের সব সদস্য নিহত হওয়াতে এমনটি হতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, গাজার ক্ষুধামন্দা দেখা দিয়েছে। এছাড়া শিশুদের মানসিক সমস্যার লক্ষণ-ক্রমাগত উদ্বিগ্নও বলে জানান তিনি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপত্যকাটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে যাওয়ার খবর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১১৮ ফিলিস্তিনি নিহত ও ১৯০ জন আহত হন। হতাহতের এ ঘটনার মধ্য দিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৯ জনে। আর গত ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ৬৬ হাজার ১৩৯ জন।

নিউজটি শেয়ার করুন

গাজায় পরিবারহারা ১৭ হাজার শিশু: জাতিসংঘ

আপডেট সময় : ০৯:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

গাজায় চলমান যুদ্ধে গত ৪ মাসে অন্তত ১৭ হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর এই চার মাস ধরে বর্বরতার এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান যোগাযোগ কর্মকর্তা জোনাথান ক্রিকসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জোনাথান ক্রিকস বলেন, গত চার মাসের যুদ্ধে গাজার প্রায় ১৭ হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে আলাদা রয়েছে। পরিবারের সব সদস্য নিহত হওয়াতে এমনটি হতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, গাজার ক্ষুধামন্দা দেখা দিয়েছে। এছাড়া শিশুদের মানসিক সমস্যার লক্ষণ-ক্রমাগত উদ্বিগ্নও বলে জানান তিনি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপত্যকাটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে যাওয়ার খবর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১১৮ ফিলিস্তিনি নিহত ও ১৯০ জন আহত হন। হতাহতের এ ঘটনার মধ্য দিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৯ জনে। আর গত ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ৬৬ হাজার ১৩৯ জন।