ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত তিনদিনে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় ৯০ জনেরও বেশি আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার নিহত হয়েছে ৬ জন, বুধবার প্রাণ হারিয়েছে ৯ ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন। এদিকে হামলা শুরু হওয়ার পর গাজা এবং পশ্চিম তীরে সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। সীমিত করে দেয়া হয়েছে মানুষের চলাফেরা। ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী । পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা করছে ইসরাইল।

একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক… উভয় ধরনের হামলার জন্য আমরা প্রস্তুত আছি। যেই আমাদের ক্ষতি করতে আসে – তাদের ছাড় দেই না’।

গত আগস্ট থেকে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩০

আপডেট সময় : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত তিনদিনে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় ৯০ জনেরও বেশি আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার নিহত হয়েছে ৬ জন, বুধবার প্রাণ হারিয়েছে ৯ ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন। এদিকে হামলা শুরু হওয়ার পর গাজা এবং পশ্চিম তীরে সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। সীমিত করে দেয়া হয়েছে মানুষের চলাফেরা। ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী । পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা করছে ইসরাইল।

একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক… উভয় ধরনের হামলার জন্য আমরা প্রস্তুত আছি। যেই আমাদের ক্ষতি করতে আসে – তাদের ছাড় দেই না’।

গত আগস্ট থেকে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না।