ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গলাচিপায় মৎস্যজীবী লীগের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৪৫৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপায় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীরা মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট ও মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামের মৃত: মোসলেম মোল্লার ছেলে মোঃ আনোয়ার হোসেন মোল্লা(৫৩) বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধলা মিয়া মাঝিকে আসামি করে ১০ জন জেলেকে স্বাক্ষী রেখে একটি মামলা দায়ের করেন ।যার মামলা নং৩২৯/২৩। আসামি ধলা মিয়া মাঝি বিভিন্ন সময় সরকারি বিভিন্ন কাজের টেন্ডার, টিউবওয়েল, গরিবদেরকে ঘর বরাদ্দ, সরকারি গরু দেওয়ার কথা বলে বাদী আনোয়ার হোসেন মোল্লাসহ স্বাক্ষীগনের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়া, প্রতারণাসহ নানা অভিযোগ করেন। মামলার আসামী ধলা মিয়া বিভিন্ন ইউনিয়ন থেকে পোষ্ট পদবি পাইয়ে দেয়ার কথা বলেও অনেক টাকা হাতিয়ে নেন বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগকে অবহিত করলেও কোন সুফল পাওয়া যায়নি। উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হওয়ায় বাদী স্বাক্ষীগনের ঘরের কাজ করার টেন্ডার, খাল খনন করার টেন্ডার সহ বিভিন্ন কাজের টেন্ডার এর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে সর্ব মোট ১২ লাখ টাকারও বেশি হাতিয়ে নেন বলে জানান ভুক্তভোগীরা।
বাদী আনোয়ার হোসেন মোল্লা সহ আরো অনেকে কোন উপায়ন্ত না পেয়ে শেষে আদালতের দারস্থ হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া নির্দেশ দেন। এই মামলার বিষয়টি পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানতে পেরে তারা তদন্ত সাপেক্ষে জেলার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধার স্বাক্ষরিত একটি প্যাডে দায়িত্ব হতে সাময়িক ভাবে সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করেন।
এই মামলার বিষয়টি নিয়ে গলাচিপা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির কাছে জানতে চাইলে তিনি জানান, আমি চক্রান্তের শিকার। আমার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমি মামলার বিষয়টি দলীয় নেতাদের জানিয়েছি তারা সমাধানের আশ্বাস দিছেন।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার বলেন, গলাচিপা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা হওয়ায় তাকে জেলা কমিটির সর্ব সম্মতি ক্রমে সাময়িক ভাবে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাকে তার পদে বহাল রাখা হবে সেটাও জেলা কমিটির মিটিংয়ে মাধ্যমে জানানো হবে বলে জানান। তিনি আরো বলেন এটা ব্যাক্তিগত ভাবে কোন দুর্নীতি বা অর্থ আত্মসাৎ করে থাকলেও সেটা আদালত দেখবেন।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

গলাচিপায় মৎস্যজীবী লীগের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা 

আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপায় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীরা মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট ও মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামের মৃত: মোসলেম মোল্লার ছেলে মোঃ আনোয়ার হোসেন মোল্লা(৫৩) বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধলা মিয়া মাঝিকে আসামি করে ১০ জন জেলেকে স্বাক্ষী রেখে একটি মামলা দায়ের করেন ।যার মামলা নং৩২৯/২৩। আসামি ধলা মিয়া মাঝি বিভিন্ন সময় সরকারি বিভিন্ন কাজের টেন্ডার, টিউবওয়েল, গরিবদেরকে ঘর বরাদ্দ, সরকারি গরু দেওয়ার কথা বলে বাদী আনোয়ার হোসেন মোল্লাসহ স্বাক্ষীগনের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়া, প্রতারণাসহ নানা অভিযোগ করেন। মামলার আসামী ধলা মিয়া বিভিন্ন ইউনিয়ন থেকে পোষ্ট পদবি পাইয়ে দেয়ার কথা বলেও অনেক টাকা হাতিয়ে নেন বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগকে অবহিত করলেও কোন সুফল পাওয়া যায়নি। উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হওয়ায় বাদী স্বাক্ষীগনের ঘরের কাজ করার টেন্ডার, খাল খনন করার টেন্ডার সহ বিভিন্ন কাজের টেন্ডার এর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে সর্ব মোট ১২ লাখ টাকারও বেশি হাতিয়ে নেন বলে জানান ভুক্তভোগীরা।
বাদী আনোয়ার হোসেন মোল্লা সহ আরো অনেকে কোন উপায়ন্ত না পেয়ে শেষে আদালতের দারস্থ হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া নির্দেশ দেন। এই মামলার বিষয়টি পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানতে পেরে তারা তদন্ত সাপেক্ষে জেলার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধার স্বাক্ষরিত একটি প্যাডে দায়িত্ব হতে সাময়িক ভাবে সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করেন।
এই মামলার বিষয়টি নিয়ে গলাচিপা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির কাছে জানতে চাইলে তিনি জানান, আমি চক্রান্তের শিকার। আমার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমি মামলার বিষয়টি দলীয় নেতাদের জানিয়েছি তারা সমাধানের আশ্বাস দিছেন।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার বলেন, গলাচিপা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা হওয়ায় তাকে জেলা কমিটির সর্ব সম্মতি ক্রমে সাময়িক ভাবে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাকে তার পদে বহাল রাখা হবে সেটাও জেলা কমিটির মিটিংয়ে মাধ্যমে জানানো হবে বলে জানান। তিনি আরো বলেন এটা ব্যাক্তিগত ভাবে কোন দুর্নীতি বা অর্থ আত্মসাৎ করে থাকলেও সেটা আদালত দেখবেন।
বা/খ: জই