ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খুলনা রুটে বাস চলাচল শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৪৭১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

বন্ধের ৩৬ ঘণ্টা পর খুলনা থেকে ১৮ রুটে বাস চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও স্থানীয় সকল রুটে বাস ছেড়ে গেছে।
আ্জ শনিবার (২২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি শিবলী বিশ্বাস বলেন, শনিবার সন্ধ্যা থেকে সব রোডে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সড়ক-মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে কাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বিএনপি বলছে, খুলনার সমাবেশ পণ্ড করতে ধর্মঘট করে সরকারদলীয় লোকেরা।

দাবি-দাওয়া পূরণ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে শিবলী বিশ্বাস বলেন, যেকোনো আন্দোলনের সময় বাসের ক্ষতি হলে তা অন্য কেউ দেয় না মালিককেই ক্ষতিপূরণ গুণতে হয় তাই আমরা এই সময়তে সাধারণত বাস চলাচল বন্ধ রাখি।

এ বিষয়ে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। খুলনায় বিএনপির সমাবেশ উপলক্ষে এই বাস ধর্মঘট করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে। বাগেরহাটে বিএনপির এমন কোনো সাংগঠনিক অবস্থা ভালো নয় যে, ধর্মঘট দিয়ে তাদের আটকাতে হবে।

এ বিষয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, শনিবার বিকেল ৫টায় প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে সকল রুটে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

খুলনা রুটে বাস চলাচল শুরু

আপডেট সময় : ১১:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক :

বন্ধের ৩৬ ঘণ্টা পর খুলনা থেকে ১৮ রুটে বাস চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও স্থানীয় সকল রুটে বাস ছেড়ে গেছে।
আ্জ শনিবার (২২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি শিবলী বিশ্বাস বলেন, শনিবার সন্ধ্যা থেকে সব রোডে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সড়ক-মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে কাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বিএনপি বলছে, খুলনার সমাবেশ পণ্ড করতে ধর্মঘট করে সরকারদলীয় লোকেরা।

দাবি-দাওয়া পূরণ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে শিবলী বিশ্বাস বলেন, যেকোনো আন্দোলনের সময় বাসের ক্ষতি হলে তা অন্য কেউ দেয় না মালিককেই ক্ষতিপূরণ গুণতে হয় তাই আমরা এই সময়তে সাধারণত বাস চলাচল বন্ধ রাখি।

এ বিষয়ে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। খুলনায় বিএনপির সমাবেশ উপলক্ষে এই বাস ধর্মঘট করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে। বাগেরহাটে বিএনপির এমন কোনো সাংগঠনিক অবস্থা ভালো নয় যে, ধর্মঘট দিয়ে তাদের আটকাতে হবে।

এ বিষয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, শনিবার বিকেল ৫টায় প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে সকল রুটে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।