ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খুলনার নাসিম শাহ হয়ে গেলেন কুমিল্লার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিতর্কের মাঝে এবার হাস্যরসাত্মক ঘটনার জন্ম দিলো বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহকে ঘিরে হাস্যরসাত্মক বিতর্কের সৃষ্টি হয়েছে।

তার খেলার কথা ছিল এবার খুলনা টাইগার্সের হয়ে। বিপিএল ড্রাফটের আগেই শোনা গিয়েছিল, এবারের আসরে নাসিম শাহ খেলবেন খুলনায়। তবে বিমানে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে দিতে নাসিম হয়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পাকিস্তান থেকে বিমানে ওঠার পর দু’টি ছবি শেয়ার করে টুইটারে নাসিম শাহ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি লিখেছেন, আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।

চিত্র

নাসিমের এমন পোস্ট দেখে বিস্মিত এবং দ্বিধান্বিত হয়ে পড়েন ক্রিকেটভক্তরা। যদিও ভক্তদের বিস্ময় দূর করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজমেন্ট। দলটির মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেন নাসিম তাদের হয়ে খেলতেই বাংলাদেশে পা রেখেছেন।

এ ছাড়াও রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নাসিম ঢাকায় পৌঁছালে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ নিজেদের ফেসবুক পেজ থেকে তাকে স্বাগত জানিয়ে পোস্ট করে, ‘পাকিস্তানি তরুণ বোলিং সেনসেশন, ক্রিকেট বিশ্বের ভবিষ্যৎ সুপারস্টার নাসিম শাহ বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতাতে এখন ঢাকায়। স্বাগতম, নাসিম শাহ।’

এর আগে বিপিএল ড্রাফটের আগেই জানা গিয়েছিল, পাকিস্তানি ক্রিকেটার আজম খান ও ওয়াহাব রিয়াজের সঙ্গে নাসিমকেও দলে ভিড়িয়েছে খুলনা। পরে জানা যায় পাকিস্তানের এই তরুণ পেসারের সঙ্গে নাকি চুক্তিই করেনি খুলনা টাইগার্স। খুলনার হয়ে না খেললেও বিপিএলে ঠিকই খেলবেন নাসিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানের পেস সেনসেশন নাসিম শাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও পূর্ণ হয়নি নাসিমের। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যেখানে উইকেট নিয়েছেন ১৪টি।

ইতোমধ্যে বিপিএলের প্রথম দুই পর্ব শেষ হয়েছে। ছয় ম্যাচে তিন জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কুমিল্লার হয়ে বিপিএলের শুরু থেকেই খেলছেন খুশদিল শাহ। এরপর যোগ দেন হাসান আলী, আবরার আহমেদ ও মোহাম্মদ রিজওয়ান।

নিউজটি শেয়ার করুন

খুলনার নাসিম শাহ হয়ে গেলেন কুমিল্লার!

আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিতর্কের মাঝে এবার হাস্যরসাত্মক ঘটনার জন্ম দিলো বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহকে ঘিরে হাস্যরসাত্মক বিতর্কের সৃষ্টি হয়েছে।

তার খেলার কথা ছিল এবার খুলনা টাইগার্সের হয়ে। বিপিএল ড্রাফটের আগেই শোনা গিয়েছিল, এবারের আসরে নাসিম শাহ খেলবেন খুলনায়। তবে বিমানে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে দিতে নাসিম হয়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পাকিস্তান থেকে বিমানে ওঠার পর দু’টি ছবি শেয়ার করে টুইটারে নাসিম শাহ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি লিখেছেন, আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।

চিত্র

নাসিমের এমন পোস্ট দেখে বিস্মিত এবং দ্বিধান্বিত হয়ে পড়েন ক্রিকেটভক্তরা। যদিও ভক্তদের বিস্ময় দূর করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজমেন্ট। দলটির মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেন নাসিম তাদের হয়ে খেলতেই বাংলাদেশে পা রেখেছেন।

এ ছাড়াও রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নাসিম ঢাকায় পৌঁছালে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ নিজেদের ফেসবুক পেজ থেকে তাকে স্বাগত জানিয়ে পোস্ট করে, ‘পাকিস্তানি তরুণ বোলিং সেনসেশন, ক্রিকেট বিশ্বের ভবিষ্যৎ সুপারস্টার নাসিম শাহ বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতাতে এখন ঢাকায়। স্বাগতম, নাসিম শাহ।’

এর আগে বিপিএল ড্রাফটের আগেই জানা গিয়েছিল, পাকিস্তানি ক্রিকেটার আজম খান ও ওয়াহাব রিয়াজের সঙ্গে নাসিমকেও দলে ভিড়িয়েছে খুলনা। পরে জানা যায় পাকিস্তানের এই তরুণ পেসারের সঙ্গে নাকি চুক্তিই করেনি খুলনা টাইগার্স। খুলনার হয়ে না খেললেও বিপিএলে ঠিকই খেলবেন নাসিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানের পেস সেনসেশন নাসিম শাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও পূর্ণ হয়নি নাসিমের। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যেখানে উইকেট নিয়েছেন ১৪টি।

ইতোমধ্যে বিপিএলের প্রথম দুই পর্ব শেষ হয়েছে। ছয় ম্যাচে তিন জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কুমিল্লার হয়ে বিপিএলের শুরু থেকেই খেলছেন খুশদিল শাহ। এরপর যোগ দেন হাসান আলী, আবরার আহমেদ ও মোহাম্মদ রিজওয়ান।