ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খুলনায় ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা সংবাদদাতা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে চার প্রার্থীর।

প্রার্থীদের দাখিলকৃত মনোয়নপত্র বাছাই শেষে বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন এ ঘোষণা দেন।

যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু ও ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল।

মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধূরী ও স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা ৩০০ জন ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়। কিন্তু স্বতন্ত্র মেয়র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সে কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৪৯ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা সিটিতে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৫শে মে পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২৬শে মে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ১২:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

খুলনা সংবাদদাতা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে চার প্রার্থীর।

প্রার্থীদের দাখিলকৃত মনোয়নপত্র বাছাই শেষে বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন এ ঘোষণা দেন।

যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু ও ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল।

মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধূরী ও স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা ৩০০ জন ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়। কিন্তু স্বতন্ত্র মেয়র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সে কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৪৯ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা সিটিতে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৫শে মে পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২৬শে মে।