ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্ষমতায় থাকার নীলনকশা করছে সরকার: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবারও পুরনো কায়দায় কারচুপির নির্বাচন করে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। অস্তিত্ব রক্ষায় রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের কোনো বিকল্প পথ খোলা নেই বলে জানান দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা।

মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ঢাকাসহ আশপাশের জেলার বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। রমজান মাসজুড়ে সাংগঠনিক কর্মসূচির পর রাজপথে আবারও সরকারবিরোধী আন্দোলন জোরদারে এদিন নিজেদের শক্তির জানান দেয়ার চেষ্টা ছিল কেন্দ্রীয় নেতাদের।

শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বিএনপি’র সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক দুরাবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে বৈষম্য বেড়েই চলেছে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রকে হরণ করা হয়েছে বলেও দাবি করেন তারা।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগনকে ভয়ভীতি দেখিয়ে দাবিয়ে রাখতে ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। নিজেরা অগ্নিসন্ত্রাস করে বিএনপি’র ওপর দায় চাপাচ্ছে। সকল শ্রেণি পেশার মানুষের স্বার্থে সরকারের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আবারও ক্ষমতায় থাকতে নীলনকশা তৈরি করে পুরানো কায়দায় নির্বাচন করার চক্রান্ত করছে।

সমাবেশ শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। মিছিলটি বিজয়নগর, কাকারাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় থাকার নীলনকশা করছে সরকার: ফখরুল

আপডেট সময় : ০৮:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবারও পুরনো কায়দায় কারচুপির নির্বাচন করে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। অস্তিত্ব রক্ষায় রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের কোনো বিকল্প পথ খোলা নেই বলে জানান দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা।

মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ঢাকাসহ আশপাশের জেলার বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। রমজান মাসজুড়ে সাংগঠনিক কর্মসূচির পর রাজপথে আবারও সরকারবিরোধী আন্দোলন জোরদারে এদিন নিজেদের শক্তির জানান দেয়ার চেষ্টা ছিল কেন্দ্রীয় নেতাদের।

শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বিএনপি’র সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক দুরাবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে বৈষম্য বেড়েই চলেছে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রকে হরণ করা হয়েছে বলেও দাবি করেন তারা।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগনকে ভয়ভীতি দেখিয়ে দাবিয়ে রাখতে ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। নিজেরা অগ্নিসন্ত্রাস করে বিএনপি’র ওপর দায় চাপাচ্ছে। সকল শ্রেণি পেশার মানুষের স্বার্থে সরকারের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আবারও ক্ষমতায় থাকতে নীলনকশা তৈরি করে পুরানো কায়দায় নির্বাচন করার চক্রান্ত করছে।

সমাবেশ শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। মিছিলটি বিজয়নগর, কাকারাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।