ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্রিকেটার বাবার ছেলে এখন পেশাদার ফাইটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম। তাকে ডাকা হতো ‘সুলতান অফ সুইং’। ক্রিকেটার বাবার ছেলেরা সাধারণত ক্রিকেটার হওয়ার চেষ্টা করেন। তবে ওয়াসিমের ছেলে তৈমূর আকরাম হাঁটলেন ভিন্ন পথে। ক্রিকেটার নন, তিনি হয়েছেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার।

ওয়াসিম আকরাম জানিয়েছেন, তার ছেলে সম্প্রতি বেশ কয়েকটি অ্যামেচার এমএমএ ফাইটে অংশ নিয়েছেন।

ছেলেকে কখনো ক্রিকেটার বানাতে চেয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে ওয়াসিম জানান, তার ছেলে বড় হয়েছে আমেরিকায়। সেখানে ক্রিকেট খুব একটা জনপ্রিয় না। খুব বেশি খেলাও হয় না সেখানে।

তিনি আরও জানান, অবশ্য আমি আমার সন্তানদের তাদের মতো করে জীবন গড়ার স্বাধীনতা দিয়েছি। তাদের যা ভালো লাগে সেভাবেই তারা জীবন গড়ুক। সেক্ষেত্রে তারা যদি ফাইটার হতে চায়, সেটাই হোক।
অন্যদিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তেহমুর আকরাম। সেখানে শরীরচর্চা করতে দেখা গেছে তাকে।

ওয়াসিম আকরাম ১৯৮৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট শিকার করেন। আর ১৯৮৩ থেকে ২০০৩ সালের মধ্যে ৩৫৬ ওয়ানডে খেলে ২৩.৫২ গড়ে উইকেট নেন ৫০২টি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন দুইয়ে। আর পেসার হিসেবে শীর্ষে।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ১৯৯৫ সালে বিয়ে করেন হুমা মুফতিকে। তাদের তাদের দুই সন্তান তেহমুর ও আকবর। ২০০৯ সালে মারা যান হুমা মুফতি। এরপর একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ওয়াসিম আকরাম। তবে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বান্ধবী শানিয়েরা টমসনকে বিয়ে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটার বাবার ছেলে এখন পেশাদার ফাইটার

আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম। তাকে ডাকা হতো ‘সুলতান অফ সুইং’। ক্রিকেটার বাবার ছেলেরা সাধারণত ক্রিকেটার হওয়ার চেষ্টা করেন। তবে ওয়াসিমের ছেলে তৈমূর আকরাম হাঁটলেন ভিন্ন পথে। ক্রিকেটার নন, তিনি হয়েছেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার।

ওয়াসিম আকরাম জানিয়েছেন, তার ছেলে সম্প্রতি বেশ কয়েকটি অ্যামেচার এমএমএ ফাইটে অংশ নিয়েছেন।

ছেলেকে কখনো ক্রিকেটার বানাতে চেয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে ওয়াসিম জানান, তার ছেলে বড় হয়েছে আমেরিকায়। সেখানে ক্রিকেট খুব একটা জনপ্রিয় না। খুব বেশি খেলাও হয় না সেখানে।

তিনি আরও জানান, অবশ্য আমি আমার সন্তানদের তাদের মতো করে জীবন গড়ার স্বাধীনতা দিয়েছি। তাদের যা ভালো লাগে সেভাবেই তারা জীবন গড়ুক। সেক্ষেত্রে তারা যদি ফাইটার হতে চায়, সেটাই হোক।
অন্যদিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তেহমুর আকরাম। সেখানে শরীরচর্চা করতে দেখা গেছে তাকে।

ওয়াসিম আকরাম ১৯৮৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট শিকার করেন। আর ১৯৮৩ থেকে ২০০৩ সালের মধ্যে ৩৫৬ ওয়ানডে খেলে ২৩.৫২ গড়ে উইকেট নেন ৫০২টি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন দুইয়ে। আর পেসার হিসেবে শীর্ষে।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ১৯৯৫ সালে বিয়ে করেন হুমা মুফতিকে। তাদের তাদের দুই সন্তান তেহমুর ও আকবর। ২০০৯ সালে মারা যান হুমা মুফতি। এরপর একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ওয়াসিম আকরাম। তবে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বান্ধবী শানিয়েরা টমসনকে বিয়ে করেন তিনি।