ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটে দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুক

এ এম মিজানুর রহমান বুলেট
  • আপডেট সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৬৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে //

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির অন্তত ৩০টি শামুকের। এর এক একটির এক থেকে দেড় কেজি। গতকাল সন্ধ্যায় বেল্লালের  ফ্রাই মার্কেট নামের একটি দোকানে এসব শামুক নিয়ে আসা হয়। পরে শামুকগুলো এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। এ সময় অনেক পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন। বেল্লাল নামের ওই দোকানী গতকাল বিকালে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬শ’ টাকা কেজি হিসেবে ক্রয় করে নিয়ে আসেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব শামুক সাধারনত  উপকূলীয এলাকায় দেখা মেলেনা। এসব শামুক গভীর সমুদ্রে বিচরন করে।

নিউজটি শেয়ার করুন

কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটে দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুক

আপডেট সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

// এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে //

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির অন্তত ৩০টি শামুকের। এর এক একটির এক থেকে দেড় কেজি। গতকাল সন্ধ্যায় বেল্লালের  ফ্রাই মার্কেট নামের একটি দোকানে এসব শামুক নিয়ে আসা হয়। পরে শামুকগুলো এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। এ সময় অনেক পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন। বেল্লাল নামের ওই দোকানী গতকাল বিকালে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬শ’ টাকা কেজি হিসেবে ক্রয় করে নিয়ে আসেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব শামুক সাধারনত  উপকূলীয এলাকায় দেখা মেলেনা। এসব শামুক গভীর সমুদ্রে বিচরন করে।