ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়নপত্র জমা

নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ৪৬০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার।
এদিন পর্যন্ত চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলমাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন, যুবলীগকর্মী শাহিন মিয়া, আওয়ামী লীগকর্মী শাহ জাহাঙ্গীর কবীর ও মো. সোলায়মান।
ভাইস চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান ও অলি আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুনা আক্তার ও কুমকুম নকরেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জাহানারা খানম নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ বাংলা খবরকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬৩ টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার।
এদিন পর্যন্ত চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলমাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন, যুবলীগকর্মী শাহিন মিয়া, আওয়ামী লীগকর্মী শাহ জাহাঙ্গীর কবীর ও মো. সোলায়মান।
ভাইস চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান ও অলি আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুনা আক্তার ও কুমকুম নকরেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জাহানারা খানম নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ বাংলা খবরকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬৩ টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাখ//আর