ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কয়রায় এবার মিষ্ঠি পানিতে চাষ হবে ধানসহ মাছ : রশীদুজ্জামান এমপি

কয়রা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭০১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা-৬ কয়রা-পাইকগাছার নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়লকে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেয়া সংবর্ধণা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে কয়রায় লবণ পানিতে নয়, মিষ্ঠি পানিতে হবে ধানসহ মাছ চাষের ঘোষণা দিয়েছেন।

শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে সংবর্ধণা সভায় সংসদ সদস্য আরও বলেন, তিনি কয়রা-পাইকগাছার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বেড়িবাঁধ কেটে লবণ পানি তোলার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং সেজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, মশে^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি , বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, কয়রা সদর ইউনিয়ন সভাপতি জিয়াদ আলী, আমাদী ইউনিয়ন সাধারণ সম্পাদক নির্মল কুমার, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি কবি শামসুর রহমানসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য ইয়াকুব আলীসহ উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও হাজার হাজার জনসাধারণ।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য রশীদুজ্জামান দলীয় নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে বলেন, যারা ওয়াপদার বেড়িবাধ ছিদ্র করে লবণ পানির চিংড়ী ঘের করছেন তারা আজ থেকে লবণ পানির কথা ভূলে গিয়ে বেড়িবাধের ছিদ্র বন্ধ করে মিষ্ঠি পানির মাছ চাষ করার চিন্তা করুন। তিনি বলেন, লবণ পানির মাছ চাষ বন্ধ করে মিষ্টি পানিতে মাছ অন্যান্য ফসল ফলাতে হবে। এই এলাকায় লবণ পানি বন্ধ করে বিলের খালে মিষ্ঠি পানি সংরক্ষণ করা হলে কৃষকরা বাপ দাদা আমলের মত গোলা ভরা ধান পাবে গোয়াল ভরা গরু পাবে এবং পুকুর ভরা মাছ পাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য কৃষিতে বর্তমান সরকার বিপ্লব ঘটিয়েছে। তাই আমি শস্যশামল সবুজে ভরা দেখতে চাই কয়রা-পাইকগাছার মাটিতে। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে লবণ পানি বন্ধ করতে হবে। তিনি রাস্তাঘাট নির্মাণের চলমান কার্যক্রম দ্রুত শেষ করাসহ যে সমস্ত রাস্তা নির্মাণ হয়নি সেগুলো আমি সরেজমিনে দেখে দ্রুত নির্মাণ করব ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

কয়রায় এবার মিষ্ঠি পানিতে চাষ হবে ধানসহ মাছ : রশীদুজ্জামান এমপি

আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

খুলনা-৬ কয়রা-পাইকগাছার নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়লকে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেয়া সংবর্ধণা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে কয়রায় লবণ পানিতে নয়, মিষ্ঠি পানিতে হবে ধানসহ মাছ চাষের ঘোষণা দিয়েছেন।

শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে সংবর্ধণা সভায় সংসদ সদস্য আরও বলেন, তিনি কয়রা-পাইকগাছার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বেড়িবাঁধ কেটে লবণ পানি তোলার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং সেজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, মশে^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি , বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, কয়রা সদর ইউনিয়ন সভাপতি জিয়াদ আলী, আমাদী ইউনিয়ন সাধারণ সম্পাদক নির্মল কুমার, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি কবি শামসুর রহমানসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য ইয়াকুব আলীসহ উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও হাজার হাজার জনসাধারণ।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য রশীদুজ্জামান দলীয় নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে বলেন, যারা ওয়াপদার বেড়িবাধ ছিদ্র করে লবণ পানির চিংড়ী ঘের করছেন তারা আজ থেকে লবণ পানির কথা ভূলে গিয়ে বেড়িবাধের ছিদ্র বন্ধ করে মিষ্ঠি পানির মাছ চাষ করার চিন্তা করুন। তিনি বলেন, লবণ পানির মাছ চাষ বন্ধ করে মিষ্টি পানিতে মাছ অন্যান্য ফসল ফলাতে হবে। এই এলাকায় লবণ পানি বন্ধ করে বিলের খালে মিষ্ঠি পানি সংরক্ষণ করা হলে কৃষকরা বাপ দাদা আমলের মত গোলা ভরা ধান পাবে গোয়াল ভরা গরু পাবে এবং পুকুর ভরা মাছ পাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য কৃষিতে বর্তমান সরকার বিপ্লব ঘটিয়েছে। তাই আমি শস্যশামল সবুজে ভরা দেখতে চাই কয়রা-পাইকগাছার মাটিতে। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে লবণ পানি বন্ধ করতে হবে। তিনি রাস্তাঘাট নির্মাণের চলমান কার্যক্রম দ্রুত শেষ করাসহ যে সমস্ত রাস্তা নির্মাণ হয়নি সেগুলো আমি সরেজমিনে দেখে দ্রুত নির্মাণ করব ইনশাল্লাহ।