ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কটিয়াদীতে চাঞ্চল্যকর বোরহান হত্যা মামলার মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নাগের গ্রামের চাঞ্চল্যকর বোরহান হত্যা মামলার মূল হোতা পলাতক নয়ন মিয়াকে(৩২),নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ এলাকা থেকে গ্রেপ্তার করে, কিশোরগঞ্জ র‌্যাব-১৪ সিপিসি -২ এর সদস্যরা। গ্রেফতারকৃত নয়ন মিয়া নাগেরগ্রাম পূর্বপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬শে মার্চ ২০২৪ তারিখের বিকেলে নিহত মোহাম্মদ বোরহান (২৩) তার নিজ বাড়ি থেকে বের হয়ে শিবনাথ সাহার বাজারের উদ্দেশ্যে যায়। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিহত মোঃ বোরহান বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ২৭শে মার্চ ২০২৪খ্রিস্টাব্দের বিকেলে লোকমুখে খবর পেয়ে নাগের গ্রামের দত্ত বাড়ির পশ্চিম পাশে হাতিম মিয়ার ধান ক্ষেতে নিহত বোরহানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

পরবর্তীতে নিহতের মা মোসাম্মৎ পারভিন আক্তার (৩৯) বাদী হয়ে কটিয়াদীর মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত চাঞ্চল্যকর ঘটনাটি যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হওয়ায় দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে। এই সূত্র ধরেই রহস্যের প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি -২ এর সদস্যরা ছায়া তদন্ত ও নজরদারি বৃদ্ধি কর।

তারই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ এলাকা থেকে ১৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দের দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব-১৪,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক স্কয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবিরের এর নেতৃত্বে র‌্যাবের এক অভিযানে নয়ন মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নয়ন মিয়া হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে র‌্যাবের এর নিকট স্বীকার করে।

গ্রেফতারকৃত নয়ন মিয়া আরো জানায়, অপর আসামি জাকির হোসেন ওজু তার জ্ঞাতি ভাতিজা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া ও জাকির হোসেন অপর এরশাদ হত্যা মামলার ও আসামি। স¤প্রতি তারা জেল থেকে জামিন পেয়ে ঘটনাটি নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হয়। যার ফলে মামলা থেকে বাঁচার জন্য গত ২৬ শে মার্চ নিহত বুরহানকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাপর আসামিদের মোবাইলের ডেকে এনে বোরহানকে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কটিয়াদি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়ার চলছে বলে র‌্যাব জানায়।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

কটিয়াদীতে চাঞ্চল্যকর বোরহান হত্যা মামলার মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নাগের গ্রামের চাঞ্চল্যকর বোরহান হত্যা মামলার মূল হোতা পলাতক নয়ন মিয়াকে(৩২),নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ এলাকা থেকে গ্রেপ্তার করে, কিশোরগঞ্জ র‌্যাব-১৪ সিপিসি -২ এর সদস্যরা। গ্রেফতারকৃত নয়ন মিয়া নাগেরগ্রাম পূর্বপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬শে মার্চ ২০২৪ তারিখের বিকেলে নিহত মোহাম্মদ বোরহান (২৩) তার নিজ বাড়ি থেকে বের হয়ে শিবনাথ সাহার বাজারের উদ্দেশ্যে যায়। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিহত মোঃ বোরহান বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ২৭শে মার্চ ২০২৪খ্রিস্টাব্দের বিকেলে লোকমুখে খবর পেয়ে নাগের গ্রামের দত্ত বাড়ির পশ্চিম পাশে হাতিম মিয়ার ধান ক্ষেতে নিহত বোরহানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

পরবর্তীতে নিহতের মা মোসাম্মৎ পারভিন আক্তার (৩৯) বাদী হয়ে কটিয়াদীর মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত চাঞ্চল্যকর ঘটনাটি যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হওয়ায় দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে। এই সূত্র ধরেই রহস্যের প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি -২ এর সদস্যরা ছায়া তদন্ত ও নজরদারি বৃদ্ধি কর।

তারই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ এলাকা থেকে ১৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দের দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব-১৪,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক স্কয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবিরের এর নেতৃত্বে র‌্যাবের এক অভিযানে নয়ন মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নয়ন মিয়া হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে র‌্যাবের এর নিকট স্বীকার করে।

গ্রেফতারকৃত নয়ন মিয়া আরো জানায়, অপর আসামি জাকির হোসেন ওজু তার জ্ঞাতি ভাতিজা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া ও জাকির হোসেন অপর এরশাদ হত্যা মামলার ও আসামি। স¤প্রতি তারা জেল থেকে জামিন পেয়ে ঘটনাটি নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হয়। যার ফলে মামলা থেকে বাঁচার জন্য গত ২৬ শে মার্চ নিহত বুরহানকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাপর আসামিদের মোবাইলের ডেকে এনে বোরহানকে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কটিয়াদি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়ার চলছে বলে র‌্যাব জানায়।

 

বাখ//আর