ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন শান্ত

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫০০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিটন দাস পাকিস্তানে পৌছে গেছেন। কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে কীভাবে তাঁর জায়গা হবে, এ নিয়ে সন্দেহ ছিল। কারণ, স্কোয়াড পূর্ণ। কেউ চোট না পেলে লিটন দাসকে দলে নেওয়া সম্ভব ছিল না। এক্ষেত্রে শেখ মেহেদী হাসান বা অন্য কারও চোট সমস্যা দেখানোর একটা সম্ভাবনা জেগেছিল।

কিন্তু সত্যি সত্যি চোট হানা দিল বাংলাদেশ দলে। ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ৮৯ ও ১০৪ রান করা শান্ত আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের সময় বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিবোধ করছিলেন। লাহোরের তীব্র গরম ও দীর্ঘ সময় উইকেটে থাকার প্রভাব মনে হয়েছিল তখন। গতকাল সোমবার এমআরআই রিপোর্টে ওই জায়গায় চোট ধরা পড়েছে।

আজ বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের টানের সমস্যার কথা বলেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। আমরা এমআরআই স্ক্যান করে দেখতে পেয়েছি পেশিতে চিড় আছে। সাবধানতার অংশ হিসেবে, শান্তকে এই টুর্নামেন্টে আর খেলানো হবে না। এবং পুণর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন শান্ত

আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

লিটন দাস পাকিস্তানে পৌছে গেছেন। কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে কীভাবে তাঁর জায়গা হবে, এ নিয়ে সন্দেহ ছিল। কারণ, স্কোয়াড পূর্ণ। কেউ চোট না পেলে লিটন দাসকে দলে নেওয়া সম্ভব ছিল না। এক্ষেত্রে শেখ মেহেদী হাসান বা অন্য কারও চোট সমস্যা দেখানোর একটা সম্ভাবনা জেগেছিল।

কিন্তু সত্যি সত্যি চোট হানা দিল বাংলাদেশ দলে। ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ৮৯ ও ১০৪ রান করা শান্ত আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের সময় বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিবোধ করছিলেন। লাহোরের তীব্র গরম ও দীর্ঘ সময় উইকেটে থাকার প্রভাব মনে হয়েছিল তখন। গতকাল সোমবার এমআরআই রিপোর্টে ওই জায়গায় চোট ধরা পড়েছে।

আজ বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের টানের সমস্যার কথা বলেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। আমরা এমআরআই স্ক্যান করে দেখতে পেয়েছি পেশিতে চিড় আছে। সাবধানতার অংশ হিসেবে, শান্তকে এই টুর্নামেন্টে আর খেলানো হবে না। এবং পুণর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’