ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ রাতে প্রথম বিদেশ সফরে তুরস্কে যাচ্ছেন। অংশ নেবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

গত ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশীয় অনুষ্ঠানে অংশ নিলেও বিদেশের কোনো কর্মসূচিতে তিনি যাননি। আজ রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তাঁর। আগামী তেসরা জুন প্রেসিডেন্ট এরদোয়ানের শপথের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবেন রাষ্ট্রপতি।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এরদোয়ান। বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

গত ১৪ মে তুরস্কে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ মে দ্বিতীয় দফার ভোট হয়। পরে তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।

নিউজটি শেয়ার করুন

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ রাতে প্রথম বিদেশ সফরে তুরস্কে যাচ্ছেন। অংশ নেবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

গত ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশীয় অনুষ্ঠানে অংশ নিলেও বিদেশের কোনো কর্মসূচিতে তিনি যাননি। আজ রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তাঁর। আগামী তেসরা জুন প্রেসিডেন্ট এরদোয়ানের শপথের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবেন রাষ্ট্রপতি।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এরদোয়ান। বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

গত ১৪ মে তুরস্কে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ মে দ্বিতীয় দফার ভোট হয়। পরে তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।