ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪৭৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি //

সীমানা ও বিভিন্ন জটিলতা মামলায় দীর্ঘ এক যুগ ধরে ঝুলে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভার নির্বাচন। সকল জল্পনা-কল্পনার জটিলতায় অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে মঠবাড়িয়া পৌর নির্বাচন। গত ৩১ মে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মোঃ আতিয়ার রহমান ভোটের দিন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারী করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১১ সালের ১৩ জানুয়ারী সর্ব শেষ মঠবাড়িয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা আ.লীগ সহ সভাপতি মোঃ আরিফ উল হক।

এদিকে তফসিল ঘোষণার পর থেকে পৌরবাসীর মাঝে বইছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া অনেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ফেসবুকে নেতার জন্য দোয়াও চেয়েছেন।

জানা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পাবার জন্য ৬ জন দলীয় ফরম কিনেছেন। তারা হলেন- উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান, পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ উদ্দিন পলাশ, কেন্দ্রীয় যুবলীগ নেতা চঞ্চল কর্মকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন। আ.লীগ নেতারা বিগত দিনগুলোতে ঘোষণা দিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, সবাই তার পক্ষে কাজ করবেন।

এদিকে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আ.লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে ঘোষণা দিয়ে প্রচারণা চালচ্ছেন। উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মো. নূরুজ্জামান লিটন প্রতিদ্বন্দিতা করবেন বলে গুঞ্জন রয়েছে।

অপরদিকে একটি মহল নির্বাচন বানচাল করতে উচ্চ আদলাতে রিট করছেন বলে গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কেউ মুখ খোলেনি।
উপজেলা আ.লী সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, আগামী কাল ৯ জুন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কার্যলয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে মঠবাড়িয়ায় দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৮‘শ দুইজন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৩৭ জন এবং নারী ভোটার ৮ হাজার ৬৬৫ জন। সর্বোচ্চ ভোটার ৩নং ওয়ার্ডে এবং সবচেয়ে কম ভোটার ৪নং ওয়ার্ডে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল হোসেন জানান, ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম এর মাধ্যমে এ মঠবাড়িয়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি

আপডেট সময় : ০৪:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

// সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি //

সীমানা ও বিভিন্ন জটিলতা মামলায় দীর্ঘ এক যুগ ধরে ঝুলে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভার নির্বাচন। সকল জল্পনা-কল্পনার জটিলতায় অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে মঠবাড়িয়া পৌর নির্বাচন। গত ৩১ মে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মোঃ আতিয়ার রহমান ভোটের দিন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারী করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১১ সালের ১৩ জানুয়ারী সর্ব শেষ মঠবাড়িয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা আ.লীগ সহ সভাপতি মোঃ আরিফ উল হক।

এদিকে তফসিল ঘোষণার পর থেকে পৌরবাসীর মাঝে বইছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া অনেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ফেসবুকে নেতার জন্য দোয়াও চেয়েছেন।

জানা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পাবার জন্য ৬ জন দলীয় ফরম কিনেছেন। তারা হলেন- উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান, পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ উদ্দিন পলাশ, কেন্দ্রীয় যুবলীগ নেতা চঞ্চল কর্মকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন। আ.লীগ নেতারা বিগত দিনগুলোতে ঘোষণা দিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, সবাই তার পক্ষে কাজ করবেন।

এদিকে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আ.লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে ঘোষণা দিয়ে প্রচারণা চালচ্ছেন। উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মো. নূরুজ্জামান লিটন প্রতিদ্বন্দিতা করবেন বলে গুঞ্জন রয়েছে।

অপরদিকে একটি মহল নির্বাচন বানচাল করতে উচ্চ আদলাতে রিট করছেন বলে গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কেউ মুখ খোলেনি।
উপজেলা আ.লী সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, আগামী কাল ৯ জুন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কার্যলয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে মঠবাড়িয়ায় দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৮‘শ দুইজন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৩৭ জন এবং নারী ভোটার ৮ হাজার ৬৬৫ জন। সর্বোচ্চ ভোটার ৩নং ওয়ার্ডে এবং সবচেয়ে কম ভোটার ৪নং ওয়ার্ডে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল হোসেন জানান, ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম এর মাধ্যমে এ মঠবাড়িয়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।