ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রোববার রাতে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। শিগগিরই নতুন কমিটি হবে। এ জন্য আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়া হবে।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের ১৪ জানুয়ারি সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হন খন্দকার আরমান এবং সাধারন সম্পাদক সাব্বির হাসান।
২০২০ সালের ৮ অক্টোবর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির হাসানসহ কয়েকজন মিলে ইপিজেডের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে আদালত সাব্বিরকে ১২ অক্টোবর কারাগারে পাঠায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।
এছাড়াও ২০২২ সালের ৫ এপ্রিল উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান উপজেলার সাধারন সম্পাদক নির্বাচিত হন।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রোববার রাতে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। শিগগিরই নতুন কমিটি হবে। এ জন্য আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়া হবে।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের ১৪ জানুয়ারি সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হন খন্দকার আরমান এবং সাধারন সম্পাদক সাব্বির হাসান।
২০২০ সালের ৮ অক্টোবর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির হাসানসহ কয়েকজন মিলে ইপিজেডের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে আদালত সাব্বিরকে ১২ অক্টোবর কারাগারে পাঠায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।
এছাড়াও ২০২২ সালের ৫ এপ্রিল উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান উপজেলার সাধারন সম্পাদক নির্বাচিত হন।
বা/খ: এসআর।