ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইতিহাস গড়া বার্সার নারীদের থামাল সেভিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি চলে যাওয়ার পর ছন্দপতন ঘটে বার্সেলোনার। নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। জাভি হার্নান্দেজের কোচিংয়ে চলতি মৌসুমে ঘুরে দাঁড়িয়েছে তারা। লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে আছে বার্সা। ছেলেদের মতো বার্সার মেয়েরাও আছে দুর্দান্ত ছন্দে। কতটা ছন্দে? মেয়েদের ফুটবল লিগ ‘লিগা এফ’-এ টানা ৬২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তারা। যা তর্কসাপেক্ষে নারী-পুরুষ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি।

তবে কখনও না কখনও থামতে হয়। বার্সার মেয়েরাও থেমেছে। অবশেষে তাদের থামিয়েছে সেভিয়া। লিগা এফের ২৮তম ম্যাচে বার্সা ১-১ গোলে ড্র করেছে সেভিয়ার সঙ্গে। তাতেই ছেদ পড়েছে টানা ৬২ জয়ে।

গতকাল বৃহস্পতিবার (১১ মে) ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের জুনে সর্বশেষ লিগ ম্যাচে হারের তিক্ততা পেয়েছিল বার্সা। লিগা এফে অ্যাথলেতিকো মাদ্রিদের কাছে হারের পর থেকে আর হারেনি বার্সা। ২০২০-২১ মৌসুমের শেষ পাঁচ ম্যাচ, ২০২১-২২ মৌসুমের ৩০ ম্যাচের সবগুলো এবং চলতি মৌসুমের ২৭ ম্যাচে বার্সাকে হারাতে পারেনি কেউই। সেভিয়াও যে হারিয়েছে তা নয়, তবে জিততে দেয়নি।

উয়েফার তথ্যমতে, ইউরোপের পেশাদার ফুটবলে এর আগে টানা জয়ের রেকর্ড ছিল বেনফিকার পুরুষ দলের। ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত টানা ২৯ ম্যাচে জিতেছিল পর্তুগিজ ক্লাবটি। যার দ্বিগুণেরও বেশি ম্যাচ জিতে বার্সার নারীরা ছাড়িয়ে গেছে সবকিছুকে। ইতোমধ্যেই লিগা এফ জিতে নেওয়া বার্সার সামনে সুযোগ রয়েছে জয় দিয়ে লিগের বাকি দুই ম্যাচ শেষ করার।

নিউজটি শেয়ার করুন

ইতিহাস গড়া বার্সার নারীদের থামাল সেভিয়া

আপডেট সময় : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি চলে যাওয়ার পর ছন্দপতন ঘটে বার্সেলোনার। নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। জাভি হার্নান্দেজের কোচিংয়ে চলতি মৌসুমে ঘুরে দাঁড়িয়েছে তারা। লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে আছে বার্সা। ছেলেদের মতো বার্সার মেয়েরাও আছে দুর্দান্ত ছন্দে। কতটা ছন্দে? মেয়েদের ফুটবল লিগ ‘লিগা এফ’-এ টানা ৬২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তারা। যা তর্কসাপেক্ষে নারী-পুরুষ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি।

তবে কখনও না কখনও থামতে হয়। বার্সার মেয়েরাও থেমেছে। অবশেষে তাদের থামিয়েছে সেভিয়া। লিগা এফের ২৮তম ম্যাচে বার্সা ১-১ গোলে ড্র করেছে সেভিয়ার সঙ্গে। তাতেই ছেদ পড়েছে টানা ৬২ জয়ে।

গতকাল বৃহস্পতিবার (১১ মে) ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের জুনে সর্বশেষ লিগ ম্যাচে হারের তিক্ততা পেয়েছিল বার্সা। লিগা এফে অ্যাথলেতিকো মাদ্রিদের কাছে হারের পর থেকে আর হারেনি বার্সা। ২০২০-২১ মৌসুমের শেষ পাঁচ ম্যাচ, ২০২১-২২ মৌসুমের ৩০ ম্যাচের সবগুলো এবং চলতি মৌসুমের ২৭ ম্যাচে বার্সাকে হারাতে পারেনি কেউই। সেভিয়াও যে হারিয়েছে তা নয়, তবে জিততে দেয়নি।

উয়েফার তথ্যমতে, ইউরোপের পেশাদার ফুটবলে এর আগে টানা জয়ের রেকর্ড ছিল বেনফিকার পুরুষ দলের। ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত টানা ২৯ ম্যাচে জিতেছিল পর্তুগিজ ক্লাবটি। যার দ্বিগুণেরও বেশি ম্যাচ জিতে বার্সার নারীরা ছাড়িয়ে গেছে সবকিছুকে। ইতোমধ্যেই লিগা এফ জিতে নেওয়া বার্সার সামনে সুযোগ রয়েছে জয় দিয়ে লিগের বাকি দুই ম্যাচ শেষ করার।