ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইটভাটায় যে টাকা পায় তা দিয়ে সংসার চালানোই দায় হাছেন আলীর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৫৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ার পাড়া গ্রামের হাছেন আলী (৭০) অভাবের সাথে যুদ্ধ করে ইট ভাটায় কাজ করছে। তার তিন ছেলে মেয়ে। সকলেই বিয়ে হয়েছে এবং সবাই আলাদাভাবে বসবাস করে।

জীবনের শেষ বয়সে এসে ইট তৈরি করছে। তাও সংসার চলা কঠিন হয়ে পড়েছে তার হাছেন আলী জানান, ইট ভাটায় কাজ করেও বর্তমানে তার সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। তার পরও ছেলে মেয়েদের দেখতে হয়।

তিনি রাত ৩ টা থেকে পরদিন ২ টা পর্যন্ত ভাটায় কাজ করতে রোদের মধ্যে। বিরতিহীনভাবে ১৩ থেকে ১৪ কাজ করতে হয়। কাজ শেষে পারিশ্রমিক পান ৪০০ টাকা। চোখে মুখে তার অভাবের চিহ্ন। মুখ ফুটে কিছু না বললেও তার অভাব যেন নিত্য দিনের সঙ্গী। জীবনে বেশীর ভাগই সময় তিনি ইট ভাটার কাজ করে আসছেন। তার জীবন মরন যেন ইট ভাটার মধ্যে রয়ে গেছে। রমজান মাসে তিনি সেহেরী খেয়ে কাজে আসেন। সামনেই আসছে ঈদ। তাই বেশী টেনশনে রয়েছে। যে টাকা পায় এদিকে সে টাকা দিয়ে তার সংসারই চলেনা তারপর ঈদে কি করবে। এরকম ইটের ভাটায় অনেক মানুষই রয়েছে তাদের কথা কেউ ভাবেনা।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

ইটভাটায় যে টাকা পায় তা দিয়ে সংসার চালানোই দায় হাছেন আলীর

আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ার পাড়া গ্রামের হাছেন আলী (৭০) অভাবের সাথে যুদ্ধ করে ইট ভাটায় কাজ করছে। তার তিন ছেলে মেয়ে। সকলেই বিয়ে হয়েছে এবং সবাই আলাদাভাবে বসবাস করে।

জীবনের শেষ বয়সে এসে ইট তৈরি করছে। তাও সংসার চলা কঠিন হয়ে পড়েছে তার হাছেন আলী জানান, ইট ভাটায় কাজ করেও বর্তমানে তার সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। তার পরও ছেলে মেয়েদের দেখতে হয়।

তিনি রাত ৩ টা থেকে পরদিন ২ টা পর্যন্ত ভাটায় কাজ করতে রোদের মধ্যে। বিরতিহীনভাবে ১৩ থেকে ১৪ কাজ করতে হয়। কাজ শেষে পারিশ্রমিক পান ৪০০ টাকা। চোখে মুখে তার অভাবের চিহ্ন। মুখ ফুটে কিছু না বললেও তার অভাব যেন নিত্য দিনের সঙ্গী। জীবনে বেশীর ভাগই সময় তিনি ইট ভাটার কাজ করে আসছেন। তার জীবন মরন যেন ইট ভাটার মধ্যে রয়ে গেছে। রমজান মাসে তিনি সেহেরী খেয়ে কাজে আসেন। সামনেই আসছে ঈদ। তাই বেশী টেনশনে রয়েছে। যে টাকা পায় এদিকে সে টাকা দিয়ে তার সংসারই চলেনা তারপর ঈদে কি করবে। এরকম ইটের ভাটায় অনেক মানুষই রয়েছে তাদের কথা কেউ ভাবেনা।

 

বাখ//আর