ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনের শতাধিক সেনা হত্যার দাবি রাশিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত ও শতাধিক সেনাকে হত্যা করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সোমবার ও মঙ্গলবার রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হানে। তার দাবি, ইউক্রেনের বেশিরভাগ অস্ত্র তৈরির কারখানা তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া তাদের হামলায় নিহত হয়েছে ইউক্রেনের শতাধিক সেনা। আহত হয়েছে আরও বহু।

যদিও ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত আপনারা (রাশিয়া) সবগুলো কারখানা ধ্বংস করতে পারেননি।’

ইগোর কোনাসেনকোভ আরও জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দুটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।’

এরআগে সোমবার ও মঙ্গলবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়।

এদিকে, সম্প্রতি রাশিয়ার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে উদ্যোগী হয়েছে ইউক্রেন। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আর দেরি নেই। এরই মধ্যে বাখমুতসহ বেশ কিছু জায়গা থেকে রাশিয়ার প্রচুর সেনা হতাহতের খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনও দিন পাল্টা আক্রমণ শুরু হতে যাচ্ছে বলে জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের শতাধিক সেনা হত্যার দাবি রাশিয়ার

আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত ও শতাধিক সেনাকে হত্যা করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সোমবার ও মঙ্গলবার রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হানে। তার দাবি, ইউক্রেনের বেশিরভাগ অস্ত্র তৈরির কারখানা তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া তাদের হামলায় নিহত হয়েছে ইউক্রেনের শতাধিক সেনা। আহত হয়েছে আরও বহু।

যদিও ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত আপনারা (রাশিয়া) সবগুলো কারখানা ধ্বংস করতে পারেননি।’

ইগোর কোনাসেনকোভ আরও জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দুটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।’

এরআগে সোমবার ও মঙ্গলবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়।

এদিকে, সম্প্রতি রাশিয়ার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে উদ্যোগী হয়েছে ইউক্রেন। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আর দেরি নেই। এরই মধ্যে বাখমুতসহ বেশ কিছু জায়গা থেকে রাশিয়ার প্রচুর সেনা হতাহতের খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনও দিন পাল্টা আক্রমণ শুরু হতে যাচ্ছে বলে জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।