ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আসছে ১০ নম্বর মহাবিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৪৩২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল রোববার (২৬ মে) ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে। সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে। এজন্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আজ রাতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৭ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

তিনি আজ শনিবার (২৫শে মে) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভা শেষে এ কথা জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আসন্ন ঘূর্ণিঝড় ‘রিমাল’ কাল (রোববার, ২৬ মে) সন্ধ্যায় উপকূলের ১৮টি জেলায় আঘাত হানতে পারে। আর এদিন সকাল থেকেই ঘূর্ণিঝড়ের তীব্রতা বুঝা যাবে। সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে।

তিনি আশঙ্কা করেন, সমুদ্র উপকূলের জন্য বিপদ সংকেত খুব দ্রুতই তিন থেকে চার নম্বরে চলে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান, এই মুহুর্তে নিম্নচাপটি মোংলা ও পায়রা পোর্ট থেকে ৫০০থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত গোটা উপকূলের প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘আজ রাত ৯টায় ঘূর্ণিঝড় রূপ নেবে। ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল নৌকা ও মাছ ধরার ট্রলার সমুদ্রে থাকার সুযোগ নেই, সাগর উত্তাল হচ্ছে। দ্রুত নিরাপদে চলে যেতে হবে। এটি আরও শক্তি বাড়াবে, সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। খেপুপাড়ায় তান্ডব চালাতে পারে।’

তিনি আরও বলেন, ‘শক্তি বাড়িয়ে সাইক্লোন হতে পারে, মধ্যভাগ দিয়ে এগিয়ে আসছে রেমাল।’

এদিকে এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আসছে ১০ নম্বর মহাবিপদ সংকেত

আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল রোববার (২৬ মে) ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে। সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে। এজন্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আজ রাতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৭ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

তিনি আজ শনিবার (২৫শে মে) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভা শেষে এ কথা জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আসন্ন ঘূর্ণিঝড় ‘রিমাল’ কাল (রোববার, ২৬ মে) সন্ধ্যায় উপকূলের ১৮টি জেলায় আঘাত হানতে পারে। আর এদিন সকাল থেকেই ঘূর্ণিঝড়ের তীব্রতা বুঝা যাবে। সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে।

তিনি আশঙ্কা করেন, সমুদ্র উপকূলের জন্য বিপদ সংকেত খুব দ্রুতই তিন থেকে চার নম্বরে চলে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান, এই মুহুর্তে নিম্নচাপটি মোংলা ও পায়রা পোর্ট থেকে ৫০০থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত গোটা উপকূলের প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘আজ রাত ৯টায় ঘূর্ণিঝড় রূপ নেবে। ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল নৌকা ও মাছ ধরার ট্রলার সমুদ্রে থাকার সুযোগ নেই, সাগর উত্তাল হচ্ছে। দ্রুত নিরাপদে চলে যেতে হবে। এটি আরও শক্তি বাড়াবে, সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। খেপুপাড়ায় তান্ডব চালাতে পারে।’

তিনি আরও বলেন, ‘শক্তি বাড়িয়ে সাইক্লোন হতে পারে, মধ্যভাগ দিয়ে এগিয়ে আসছে রেমাল।’

এদিকে এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।