ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আশুলিয়ায় মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার (ঢাকা) প্রতিনিধি : 
সাভারের আশুলিয়ায় বেসরকারি একটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপ সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৫ লাখ টাকা খরচ করে ২০১৭ সালে নাইটিংগেল মেডিক্যাল কলেজে ভর্তি হন ৪৫ জন শিক্ষার্থী। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই কর্তৃপক্ষকে আমরা কলেজ ঠিক করার জন্য বলছি। এছাড়া বিএমডিসির রেজিষ্ট্রেশন করে দিতেও দাবি জানানে হয়েছে। কিন্তু কিছুই করেনি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আমরা কলেজটির পরিচালকের (এমডি) সঙ্গে অনেকবার বসতে চেয়েছি। কিন্তু এমডি আমাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। আমরা সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চাই। আর তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা আজ মাইগ্রেশনের দাবিতে সড়কে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই থাকবো। আমরা মাইগ্রেশনের অথরিটির জন্য প্রতিষ্ঠানের এমডিকে চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে আমাদের পলিশের সদস্যরা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

সাভার (ঢাকা) প্রতিনিধি : 
সাভারের আশুলিয়ায় বেসরকারি একটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপ সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৫ লাখ টাকা খরচ করে ২০১৭ সালে নাইটিংগেল মেডিক্যাল কলেজে ভর্তি হন ৪৫ জন শিক্ষার্থী। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই কর্তৃপক্ষকে আমরা কলেজ ঠিক করার জন্য বলছি। এছাড়া বিএমডিসির রেজিষ্ট্রেশন করে দিতেও দাবি জানানে হয়েছে। কিন্তু কিছুই করেনি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আমরা কলেজটির পরিচালকের (এমডি) সঙ্গে অনেকবার বসতে চেয়েছি। কিন্তু এমডি আমাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। আমরা সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চাই। আর তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা আজ মাইগ্রেশনের দাবিতে সড়কে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই থাকবো। আমরা মাইগ্রেশনের অথরিটির জন্য প্রতিষ্ঠানের এমডিকে চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে আমাদের পলিশের সদস্যরা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।