ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না মেসি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৪৭৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মাসের শেষ দিকে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মেসি খেলতে পারবেন তো? শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। ন্যাশভিলের বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে আর্জেন্টিনার হয়ে আসন্ন দুটি প্রীতি ম্যাচে খেলা হবে না ৩৬ বছর বয়সী বিশ্বজয়ী তারকার। আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে আলবেসেলেস্তেরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। ম্যাচ দুটিতে দলের সেরা খেলোয়াড়কে পাবেন না লিওনেল স্কালোনি।

যদিও মেসির না খেলার ব্যাপারে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, মেসিকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে বৃহস্পতিবার ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ৫০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার আগে দুর্দান্ত পারফরম্যান্সে এক গোল ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা। মে ম্যাচে ৩-১ ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মায়ামি।

মে ম্যাচের পর এক বিবৃতিতে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। সে কারণে মেজর লিগ সকারের গতকাল রাতের ম্যাচে ডি.সি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি আট বারের বালন দ’র জয়ী তারকার। লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে মায়ামি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘আমি বলেছিলাম আজকের ম্যাচে মেসি খেলবে না এবং সে ছিল না। ও চোটে ভুগছে। জাতীয় দলে মেসি খেলতে পারবেন কি না, এটা তাঁরাই ভালো বলতে পারবেন।’

পুনর্বাসনে থাকা মেসি কবে নাগাদ দলে ফিরবেন, এ নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি মার্টিনো। তবে সংবাদমাধ্যম হেরনোস জানিয়েছে, আগামী মাসের শুরুতে কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে লিগা এমএক্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সে ম্যাচে ফিরতে পারেন মেসি।

এদিকে মেসির চোটে পড়া নিশ্চিতভাবেই লিওলেন স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার আগে দলের প্রস্তুতি বাজিয়ে দেখতে চেয়েছিলেন আর্জেন্টিনা কোচ। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়। মেসিকে ছাড়াই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার প্রস্তুতি সেরে নিতে হবে আলবিসেলেস্তেদের।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না মেসি!

আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

চলতি মাসের শেষ দিকে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মেসি খেলতে পারবেন তো? শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। ন্যাশভিলের বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে আর্জেন্টিনার হয়ে আসন্ন দুটি প্রীতি ম্যাচে খেলা হবে না ৩৬ বছর বয়সী বিশ্বজয়ী তারকার। আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে আলবেসেলেস্তেরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। ম্যাচ দুটিতে দলের সেরা খেলোয়াড়কে পাবেন না লিওনেল স্কালোনি।

যদিও মেসির না খেলার ব্যাপারে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, মেসিকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে বৃহস্পতিবার ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ৫০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার আগে দুর্দান্ত পারফরম্যান্সে এক গোল ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা। মে ম্যাচে ৩-১ ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মায়ামি।

মে ম্যাচের পর এক বিবৃতিতে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। সে কারণে মেজর লিগ সকারের গতকাল রাতের ম্যাচে ডি.সি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি আট বারের বালন দ’র জয়ী তারকার। লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে মায়ামি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘আমি বলেছিলাম আজকের ম্যাচে মেসি খেলবে না এবং সে ছিল না। ও চোটে ভুগছে। জাতীয় দলে মেসি খেলতে পারবেন কি না, এটা তাঁরাই ভালো বলতে পারবেন।’

পুনর্বাসনে থাকা মেসি কবে নাগাদ দলে ফিরবেন, এ নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি মার্টিনো। তবে সংবাদমাধ্যম হেরনোস জানিয়েছে, আগামী মাসের শুরুতে কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে লিগা এমএক্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সে ম্যাচে ফিরতে পারেন মেসি।

এদিকে মেসির চোটে পড়া নিশ্চিতভাবেই লিওলেন স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার আগে দলের প্রস্তুতি বাজিয়ে দেখতে চেয়েছিলেন আর্জেন্টিনা কোচ। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়। মেসিকে ছাড়াই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার প্রস্তুতি সেরে নিতে হবে আলবিসেলেস্তেদের।