ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরএনপিপি গাড়ি চালক সম্রাট হত্যার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) গাড়ি চালক মোঃ সম্রাট খান (৩০) হত্যা মামলার আসামী আব্দুল মোমিনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প সদস্যরা।
গতকাল রবিবার (২৬ মার্চ) রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় আব্দুল মোমিনকে গ্রেফতার করা হয়েছে।
পরকীয়া প্রেমের কারণে সম্রাট খানকে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃত আব্দুল মোমিনের বরাত দিয়ে গণ মাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। গ্রেফতারকৃত আব্দুল মোমিন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের বাহাদুর খাঁর ছেলে। সে সম্রাট হত্যা মামলার ২ নং আসামী।
নিহত মোঃ সম্রাট খান ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প) এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। সম্রাট ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) রাশিয়ান মালিকানাধীন সাব ঠিকাদারী নিকিমথ রোসাটম কোম্পানির পরিচালক  ইউরো ফেদোলোভের  ভাড়াকৃত ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
নিহত সম্রাটের বাবা আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে শনিবার রাতে সীমা খাতুনকে প্রধান ও তার স্বামী আব্দুল মোমিনকে ২ নং আসামী এবং অজ্ঞাত আর ৩/৪ জন উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন জানান, মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান আসামী আব্দুল মোমিন। তখন থেকে তাকে গ্রেফতারের জন্য র‍্যাব তৎপরতা শুরু করে। এরপরই তাকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মোমিনকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এসআই) তহিদুর রহমান জানান, র‍্যাব গ্রেফতারকৃত আসামী আব্দুল মোমিনকে আজ সোমবার বিকেলে থানায় সোপর্দ করেছেন। এই মামলায় প্রধান আসামী মোমিনের স্ত্রী সীমা খাতুন দুই দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।
উল্লেখ্য, বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে আব্দুল মোমিনের স্ত্রী সীমা খাতুনকে পরিকল্পিতভাবে কোমল পানি পানের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা ও সেই চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতে সীমা খাতুন হাতুড়ি দিয়ে মাথায় ও গোপনাঙ্গে আঘাত করে চালক সম্রাটকে হত্যা করেন।
পরে তার স্বামী আব্দুল মোমিন নিহতের লাশ বস্তায় ভরে গুম করতে না পেরে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার সাদীপুর এলাকায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে লাশ রেখে গাড়িটি পরিত্যক্ত ফেলে আত্মগোপন করে।
বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

আরএনপিপি গাড়ি চালক সম্রাট হত্যার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) গাড়ি চালক মোঃ সম্রাট খান (৩০) হত্যা মামলার আসামী আব্দুল মোমিনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প সদস্যরা।
গতকাল রবিবার (২৬ মার্চ) রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় আব্দুল মোমিনকে গ্রেফতার করা হয়েছে।
পরকীয়া প্রেমের কারণে সম্রাট খানকে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃত আব্দুল মোমিনের বরাত দিয়ে গণ মাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। গ্রেফতারকৃত আব্দুল মোমিন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের বাহাদুর খাঁর ছেলে। সে সম্রাট হত্যা মামলার ২ নং আসামী।
নিহত মোঃ সম্রাট খান ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প) এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। সম্রাট ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) রাশিয়ান মালিকানাধীন সাব ঠিকাদারী নিকিমথ রোসাটম কোম্পানির পরিচালক  ইউরো ফেদোলোভের  ভাড়াকৃত ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
নিহত সম্রাটের বাবা আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে শনিবার রাতে সীমা খাতুনকে প্রধান ও তার স্বামী আব্দুল মোমিনকে ২ নং আসামী এবং অজ্ঞাত আর ৩/৪ জন উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন জানান, মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান আসামী আব্দুল মোমিন। তখন থেকে তাকে গ্রেফতারের জন্য র‍্যাব তৎপরতা শুরু করে। এরপরই তাকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মোমিনকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এসআই) তহিদুর রহমান জানান, র‍্যাব গ্রেফতারকৃত আসামী আব্দুল মোমিনকে আজ সোমবার বিকেলে থানায় সোপর্দ করেছেন। এই মামলায় প্রধান আসামী মোমিনের স্ত্রী সীমা খাতুন দুই দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।
উল্লেখ্য, বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে আব্দুল মোমিনের স্ত্রী সীমা খাতুনকে পরিকল্পিতভাবে কোমল পানি পানের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা ও সেই চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতে সীমা খাতুন হাতুড়ি দিয়ে মাথায় ও গোপনাঙ্গে আঘাত করে চালক সম্রাটকে হত্যা করেন।
পরে তার স্বামী আব্দুল মোমিন নিহতের লাশ বস্তায় ভরে গুম করতে না পেরে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার সাদীপুর এলাকায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে লাশ রেখে গাড়িটি পরিত্যক্ত ফেলে আত্মগোপন করে।
বা/খ: জই