ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৮৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। একপর্যায়ে তা বিগত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী হওয়ায় স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফলে বুলিয়ন বাজার সমর্থন পেয়েছে। পরিপ্রেক্ষিতে গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু এদিন গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে।

শিগগিরই সুদের হার কমাতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, দেশটির অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মার্কিন মুলুকে মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ প্রেক্ষাপটে ইউএস ডলারের শক্তি বেড়েছে।

তাতে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩২ ডলার ৩ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪১ ডলার ৫ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএমের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে দর হারিয়েছে স্বর্ণ। কারণ, ডলারের মূল্যমান বেড়েছে। তবে এখনও ভূরাজনৈতিক উদ্বেগ দূর হয়নি। ফলে বিনিয়োগকারীদের রাডারেই থাকছে স্বর্ণ। তাদের কাছে মূল্যবান ধাতুটির আবেদন রয়েছে। তাই সহসাই স্বর্ণের দর ধপাস করে পড়ে যাবে বলে মনে হয় না।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। একপর্যায়ে তা বিগত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী হওয়ায় স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফলে বুলিয়ন বাজার সমর্থন পেয়েছে। পরিপ্রেক্ষিতে গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু এদিন গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে।

শিগগিরই সুদের হার কমাতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, দেশটির অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মার্কিন মুলুকে মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ প্রেক্ষাপটে ইউএস ডলারের শক্তি বেড়েছে।

তাতে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩২ ডলার ৩ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪১ ডলার ৫ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএমের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে দর হারিয়েছে স্বর্ণ। কারণ, ডলারের মূল্যমান বেড়েছে। তবে এখনও ভূরাজনৈতিক উদ্বেগ দূর হয়নি। ফলে বিনিয়োগকারীদের রাডারেই থাকছে স্বর্ণ। তাদের কাছে মূল্যবান ধাতুটির আবেদন রয়েছে। তাই সহসাই স্বর্ণের দর ধপাস করে পড়ে যাবে বলে মনে হয় না।