ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ৪৭৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী ও ধাতু ভোক্তা চীন। দেশটিতে যার চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে গেছে। এছাড়া খনি থেকে আকরিক লোহার উত্তোলন বাড়িয়েছে অন্যতম বৃহৎ উৎপাদক অস্ট্রেলিয়া ও ব্রাজিল। এতে বিশ্ববাজারে সরবরাহ বেড়েছে। ফলে চাপে পড়েছে গুরুত্বপূর্ণ ধাতুটির দর।

শুক্রবার (১২ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। টনপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৮৫ দশমিক ৫০ ইউয়ান বা ৯৯ ডলার ১২ সেন্টে। গত ৫ মে’র পর যা সবচেয়ে কম।

আগের কার্যদিবসে (বৃহস্পতিবার ) প্রতি টনের দর ছিল ৭১০ ইউয়ান বা ১০২ ডলার ৭২ সেন্ট। অর্থাৎ দিনের ব্যবধানে মূল্য হ্রাস পেয়েছে প্রায় ২৫ ডলার। এর পূর্বের কর্মদিবসে (বুধবার) টনপ্রতি তা ছিল ৭৩৩ ইউয়ান। এ নিয়ে টানা ৬ সপ্তাহ বেঞ্চমার্কটির দরপতন ঘটলো।

তবে আলোচ্য দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯৯ ডলার ৫৫ সেন্টে। কিন্তু দিনের শুরুতে তা ছিল ৯৬ ডলার ৯০ সেন্ট। গত ৫ মে’র পর যা সর্বনিম্ন।

মধ্য-মার্চে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম ছিল ১৩১ ডলার। চলতি বছরের মধ্যে যা সর্বোচ্চ। সেই থেকে এখন পর্যন্ত কঠিন ধাতুটির দর হারিয়েছে ২০ শতাংশ।

আইএনজি কম্মোডিটিজের কৌশলবিদ এয়া মান্থে বলেন, নির্মাণ খাতের ভরা মৌসুম শেষ হয়ে যাচ্ছে। তবু চাহিদা পুনরুদ্ধার হয়নি। ইস্পাত উৎপাদন কমেছে। ফলে কঠিন ধাতুটি তৈরি মূল উপকরণ লৌহ আকরিকের মূল্যও নিম্নমুখী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন

আপডেট সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী ও ধাতু ভোক্তা চীন। দেশটিতে যার চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে গেছে। এছাড়া খনি থেকে আকরিক লোহার উত্তোলন বাড়িয়েছে অন্যতম বৃহৎ উৎপাদক অস্ট্রেলিয়া ও ব্রাজিল। এতে বিশ্ববাজারে সরবরাহ বেড়েছে। ফলে চাপে পড়েছে গুরুত্বপূর্ণ ধাতুটির দর।

শুক্রবার (১২ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। টনপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৮৫ দশমিক ৫০ ইউয়ান বা ৯৯ ডলার ১২ সেন্টে। গত ৫ মে’র পর যা সবচেয়ে কম।

আগের কার্যদিবসে (বৃহস্পতিবার ) প্রতি টনের দর ছিল ৭১০ ইউয়ান বা ১০২ ডলার ৭২ সেন্ট। অর্থাৎ দিনের ব্যবধানে মূল্য হ্রাস পেয়েছে প্রায় ২৫ ডলার। এর পূর্বের কর্মদিবসে (বুধবার) টনপ্রতি তা ছিল ৭৩৩ ইউয়ান। এ নিয়ে টানা ৬ সপ্তাহ বেঞ্চমার্কটির দরপতন ঘটলো।

তবে আলোচ্য দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯৯ ডলার ৫৫ সেন্টে। কিন্তু দিনের শুরুতে তা ছিল ৯৬ ডলার ৯০ সেন্ট। গত ৫ মে’র পর যা সর্বনিম্ন।

মধ্য-মার্চে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম ছিল ১৩১ ডলার। চলতি বছরের মধ্যে যা সর্বোচ্চ। সেই থেকে এখন পর্যন্ত কঠিন ধাতুটির দর হারিয়েছে ২০ শতাংশ।

আইএনজি কম্মোডিটিজের কৌশলবিদ এয়া মান্থে বলেন, নির্মাণ খাতের ভরা মৌসুম শেষ হয়ে যাচ্ছে। তবু চাহিদা পুনরুদ্ধার হয়নি। ইস্পাত উৎপাদন কমেছে। ফলে কঠিন ধাতুটি তৈরি মূল উপকরণ লৌহ আকরিকের মূল্যও নিম্নমুখী হয়েছে।