ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আগামীকাল তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক আগামীকাল। রাজকীয় নানা আচারের মধ্য দিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে রাজ্যাভিষেক হবে তাঁর। ৭০ বছরর আরেবিট রাজ্যাভিষেকের ঐতিহাসিক এই আয়োজন দেখতে বাকিংহাম প্যালেসের বাইরে বাড়ছে উৎসুক মানুষের ভীড়। এদিকে, রাজার অভিষেকে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

রাজা তৃতীয় চার্লস এর রাজ্যাভিষেকে আর মাত্র একদিন বাকী। ব্রিটেনের ৪০ তম রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে পুরো ব্রিটেনজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ ৭০ বছর পর ঐতিহাসিক এ আয়োজনের স্বাক্ষী হতে যাচ্ছে ব্রিটেনসহ পুরো বিশ্ব। আর তাই গত কয়েকদিন ধরে বাকিংহাম প্যালেসের সামনে বাড়ছে স্থানীয়সহ দেশ-বিদেশী দর্শনার্থীদের ভীড়।

স্থানীয় সময় শনিবার সকাল ৬টায় সূচনাপর্বে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর ‘ডায়মন্ড জুবিলি স্টেট কোচ’ নামের ঘোড়ায় টানা বিশেষ গাড়িতে করে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেয়া হবে রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে।

রাজ পরিবারের প্রথা অনুযায়ী অভিষেকের পর চতুর্দশ শতাব্দীর রাজা এডওয়ার্ডের সিংহাসনে বসবেন চার্লস। অনুষ্ঠানের পরিচালনাকারী ক্যান্টারবারির আর্চবিশপের কাছে শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস। এসময় ১৬৬১ সালে তৈরি হওয়া সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেয়া হবে রাজা তৃতীয় চার্লসের মাথায়। যা পরিচালানা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ। একই সাথে সিংহাসনে অধিষ্ঠিত হবেন কুইন কনসোর্ট ক্যামিলা।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজকীয় কাজ শেষে ‘গোল্ড স্টেট কোচ’ নামের আরেকটি রাজকীয় বাহনে করে বাকিংহাম প্যালেসের উদ্দেশে রওনা দেবেন রাজা তৃতীয় র্চালস এবং রানী ক্যামিলা। এরপর অনুষ্ঠানের শেষ পর্বের অংশ হিসেবে ব্রিটেনের সেনা সদস্যরা কুচকাওয়াজে অংশ নিবেন। কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হবে ফ্লাইপাস্ট। পরিবারের বাকি সদস্যদের নিয়ে বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে তা উপভোগ করবেন রাজা তৃতীয় চার্লস।

৭৪ বছর বয়সী রাজার রাজ্যাভিষেকে উপস্থিত থাকবেন রাজপরিবারের সদস্যসহ আমন্ত্রিত দুই হাজারেরও বেশি অতিথি। সে তালিকায় রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও তারকাদের নিয়ে থাকছে কনসার্টের আয়োজন। যেখানে সমাগম ঘটবে ২০ হাজার মানুষের।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক

আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক আগামীকাল। রাজকীয় নানা আচারের মধ্য দিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে রাজ্যাভিষেক হবে তাঁর। ৭০ বছরর আরেবিট রাজ্যাভিষেকের ঐতিহাসিক এই আয়োজন দেখতে বাকিংহাম প্যালেসের বাইরে বাড়ছে উৎসুক মানুষের ভীড়। এদিকে, রাজার অভিষেকে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

রাজা তৃতীয় চার্লস এর রাজ্যাভিষেকে আর মাত্র একদিন বাকী। ব্রিটেনের ৪০ তম রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে পুরো ব্রিটেনজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ ৭০ বছর পর ঐতিহাসিক এ আয়োজনের স্বাক্ষী হতে যাচ্ছে ব্রিটেনসহ পুরো বিশ্ব। আর তাই গত কয়েকদিন ধরে বাকিংহাম প্যালেসের সামনে বাড়ছে স্থানীয়সহ দেশ-বিদেশী দর্শনার্থীদের ভীড়।

স্থানীয় সময় শনিবার সকাল ৬টায় সূচনাপর্বে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর ‘ডায়মন্ড জুবিলি স্টেট কোচ’ নামের ঘোড়ায় টানা বিশেষ গাড়িতে করে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেয়া হবে রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে।

রাজ পরিবারের প্রথা অনুযায়ী অভিষেকের পর চতুর্দশ শতাব্দীর রাজা এডওয়ার্ডের সিংহাসনে বসবেন চার্লস। অনুষ্ঠানের পরিচালনাকারী ক্যান্টারবারির আর্চবিশপের কাছে শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস। এসময় ১৬৬১ সালে তৈরি হওয়া সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেয়া হবে রাজা তৃতীয় চার্লসের মাথায়। যা পরিচালানা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ। একই সাথে সিংহাসনে অধিষ্ঠিত হবেন কুইন কনসোর্ট ক্যামিলা।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজকীয় কাজ শেষে ‘গোল্ড স্টেট কোচ’ নামের আরেকটি রাজকীয় বাহনে করে বাকিংহাম প্যালেসের উদ্দেশে রওনা দেবেন রাজা তৃতীয় র্চালস এবং রানী ক্যামিলা। এরপর অনুষ্ঠানের শেষ পর্বের অংশ হিসেবে ব্রিটেনের সেনা সদস্যরা কুচকাওয়াজে অংশ নিবেন। কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হবে ফ্লাইপাস্ট। পরিবারের বাকি সদস্যদের নিয়ে বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে তা উপভোগ করবেন রাজা তৃতীয় চার্লস।

৭৪ বছর বয়সী রাজার রাজ্যাভিষেকে উপস্থিত থাকবেন রাজপরিবারের সদস্যসহ আমন্ত্রিত দুই হাজারেরও বেশি অতিথি। সে তালিকায় রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও তারকাদের নিয়ে থাকছে কনসার্টের আয়োজন। যেখানে সমাগম ঘটবে ২০ হাজার মানুষের।