ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক স্মিথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেই মায়ের অসুস্থতায় অস্ট্রেলিয়া ফিরে যান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আর সুস্থ হওয়া হয়নি তার মায়ের। গত সপ্তাহে মাতৃহারা হন তিনি। এই অবস্থায় লম্বা সময়ের ছুটি পাচ্ছেন এই পেসার। তাইতো ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্বের ভার পেয়েছেন স্টিভেন স্মিথ।

ভারত সফরে এবার কামিন্সের নেতৃত্বে প্রথম দুই টেস্টে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া। স্মিথের নেতৃত্বে এক ম্যাচে ভারতকে উড়িয়ে দেয়ার পর শেষ টেস্ট ড্র করে তারা। -ইএসপিএন ক্রিকইনফো

২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে এক বছর নিষিদ্ধ হওয়া স্মিথের অধিনায়কত্বের নিষেধাজ্ঞা ছিল আরও এক বছর। সব নিষেধাজ্ঞা পার করেও নেতৃত্ব পাচ্ছিলেন না তিনি। অবশ্য টেস্ট দলে কামিন্সের ডেপুটি করা হয় তাকে। বিভিন্ন সময় কামিন্সের অনুপস্থিতিতে চার টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৮ সালে নিষিদ্ধ থাকার পর এই প্রথম স্মিথ দেবেন ওয়ানডের নেতৃত্ব।

আগে ৫১টি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার, সবশেষটি ২০১৮ সালের জানুয়ারি। তার ১২ ওয়ানডে সেঞ্চুরির ৫টি করেছেন অধিনায়ক হিসেবে।

স্মিথকে অধিনায়ক করায় নেতৃত্বের এই পরিবর্তনে ৫ ওয়ানডের মধ্যে ৪ জন অধিনায়ক পাচ্ছে অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেন অ্যারন ফিঞ্চ। তারপর একদিনের দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় কামিন্সকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কামিন্স বিশ্রাম নেয়ায় দায়িত্বে ছিলেন জস হ্যাজলউড। চোটের জন্য তিনিও না থাকায় এবার দায়িত্ব দেয়া হল স্মিথকে।

কঠিন সময়ে কামিন্সের পাশে রয়েছে দল। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ওরা শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে আমরা কামিন্স এবং ওর পরিবারের পাশে রয়েছি।

এদিকে এই সিরিজের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল দল। কামিন্স না থাকায় সেই দলে নতুন আর কাউকে নেয়া হয়নি। চোটে ছিটকে পড়া ঝাই রিচার্ডসনের জায়গায় এসেছেন ন্যাথান এলিস। চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল

১৭ মার্চ মুম্বাইতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। ভাইজাগে ১৯ মার্চ দ্বিতীয় ও চেন্নাইতে ২২ মার্চ হবে সিরিজের শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, আলেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জস ইংলিস, মারনাশ লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক স্মিথ

আপডেট সময় : ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেই মায়ের অসুস্থতায় অস্ট্রেলিয়া ফিরে যান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আর সুস্থ হওয়া হয়নি তার মায়ের। গত সপ্তাহে মাতৃহারা হন তিনি। এই অবস্থায় লম্বা সময়ের ছুটি পাচ্ছেন এই পেসার। তাইতো ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্বের ভার পেয়েছেন স্টিভেন স্মিথ।

ভারত সফরে এবার কামিন্সের নেতৃত্বে প্রথম দুই টেস্টে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া। স্মিথের নেতৃত্বে এক ম্যাচে ভারতকে উড়িয়ে দেয়ার পর শেষ টেস্ট ড্র করে তারা। -ইএসপিএন ক্রিকইনফো

২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে এক বছর নিষিদ্ধ হওয়া স্মিথের অধিনায়কত্বের নিষেধাজ্ঞা ছিল আরও এক বছর। সব নিষেধাজ্ঞা পার করেও নেতৃত্ব পাচ্ছিলেন না তিনি। অবশ্য টেস্ট দলে কামিন্সের ডেপুটি করা হয় তাকে। বিভিন্ন সময় কামিন্সের অনুপস্থিতিতে চার টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৮ সালে নিষিদ্ধ থাকার পর এই প্রথম স্মিথ দেবেন ওয়ানডের নেতৃত্ব।

আগে ৫১টি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার, সবশেষটি ২০১৮ সালের জানুয়ারি। তার ১২ ওয়ানডে সেঞ্চুরির ৫টি করেছেন অধিনায়ক হিসেবে।

স্মিথকে অধিনায়ক করায় নেতৃত্বের এই পরিবর্তনে ৫ ওয়ানডের মধ্যে ৪ জন অধিনায়ক পাচ্ছে অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেন অ্যারন ফিঞ্চ। তারপর একদিনের দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় কামিন্সকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কামিন্স বিশ্রাম নেয়ায় দায়িত্বে ছিলেন জস হ্যাজলউড। চোটের জন্য তিনিও না থাকায় এবার দায়িত্ব দেয়া হল স্মিথকে।

কঠিন সময়ে কামিন্সের পাশে রয়েছে দল। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ওরা শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে আমরা কামিন্স এবং ওর পরিবারের পাশে রয়েছি।

এদিকে এই সিরিজের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল দল। কামিন্স না থাকায় সেই দলে নতুন আর কাউকে নেয়া হয়নি। চোটে ছিটকে পড়া ঝাই রিচার্ডসনের জায়গায় এসেছেন ন্যাথান এলিস। চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল

১৭ মার্চ মুম্বাইতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। ভাইজাগে ১৯ মার্চ দ্বিতীয় ও চেন্নাইতে ২২ মার্চ হবে সিরিজের শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, আলেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জস ইংলিস, মারনাশ লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।