ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্কার উপস্থাপনা করবেন দীপিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

কিছুদিন আগেই শেষ হলো কাতার বিশ্বকাপ ফুটবলের আসর। সমাপনী দিনে কাপ হাতে মাঠে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবারের অস্কার পুরস্কার ভারতীয়দের জন্য অন্যরকম রোমাঞ্চ বয়ে নিয়ে এসেছে। একে তো সেরার দৌড়ে আছে ভারতীয় তিন সিনেমা। এবার জানা গেল, উপস্থাপনার মঞ্চ মাতাবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান ‘পিকু’খ্যাত এই অভিনেত্রী।

আগামী ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এই আসর। পুরো অনুষ্ঠানটি ১৬ জন ব্যক্তি সঞ্চালনা করবেন। তার মধ্যে একজন দীপিকা।

ইনস্টাগ্রাম পোস্টে অস্কার অনুষ্ঠান সঞ্চালকদের একটি তালিকা দিয়েছেন দীপিকা। এ তালিকায় রয়েছেন— রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোজ, স্যামুয়েল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, দীপিকা পাড়ুকোন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ, জো সালডানা, ডনি ইয়েন।

দীপিকা এ পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন। ভক্তদের পাশাপাশি তার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। নেহা ধুপিয়া লিখেছেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখেন, ‘বুম’। দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং মন্তব্যের ঘরে হাততালির ইমোজি পোস্ট করেছেন।

হলিউডে এখন পর্যন্ত একবারই কাজ করেছেন দীপিকা। তবে বিশ্বজুড়ে তার উপস্থিতি উজ্জ্বল। তবে এই প্রথম নয়, ভারতীয় হিসেবে গত বছরে অস্কার বিতরণের মঞ্চে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।

এবার অস্কারের জন্য মনোনীত হলো সিনেমার গান ‘নাটু নাটু’। এর মধ্যে এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫তম একাদেমি অ্যাওয়ার্ডে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি। দীপিকার ভক্তরা এখন অপেক্ষা করছেন কখন প্রিয় নায়িকাকে অস্কারের মঞ্চে দেখবেন। এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

 

নিউজটি শেয়ার করুন

অস্কার উপস্থাপনা করবেন দীপিকা

আপডেট সময় : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

কিছুদিন আগেই শেষ হলো কাতার বিশ্বকাপ ফুটবলের আসর। সমাপনী দিনে কাপ হাতে মাঠে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবারের অস্কার পুরস্কার ভারতীয়দের জন্য অন্যরকম রোমাঞ্চ বয়ে নিয়ে এসেছে। একে তো সেরার দৌড়ে আছে ভারতীয় তিন সিনেমা। এবার জানা গেল, উপস্থাপনার মঞ্চ মাতাবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান ‘পিকু’খ্যাত এই অভিনেত্রী।

আগামী ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এই আসর। পুরো অনুষ্ঠানটি ১৬ জন ব্যক্তি সঞ্চালনা করবেন। তার মধ্যে একজন দীপিকা।

ইনস্টাগ্রাম পোস্টে অস্কার অনুষ্ঠান সঞ্চালকদের একটি তালিকা দিয়েছেন দীপিকা। এ তালিকায় রয়েছেন— রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোজ, স্যামুয়েল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, দীপিকা পাড়ুকোন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ, জো সালডানা, ডনি ইয়েন।

দীপিকা এ পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন। ভক্তদের পাশাপাশি তার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। নেহা ধুপিয়া লিখেছেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখেন, ‘বুম’। দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং মন্তব্যের ঘরে হাততালির ইমোজি পোস্ট করেছেন।

হলিউডে এখন পর্যন্ত একবারই কাজ করেছেন দীপিকা। তবে বিশ্বজুড়ে তার উপস্থিতি উজ্জ্বল। তবে এই প্রথম নয়, ভারতীয় হিসেবে গত বছরে অস্কার বিতরণের মঞ্চে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।

এবার অস্কারের জন্য মনোনীত হলো সিনেমার গান ‘নাটু নাটু’। এর মধ্যে এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫তম একাদেমি অ্যাওয়ার্ডে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি। দীপিকার ভক্তরা এখন অপেক্ষা করছেন কখন প্রিয় নায়িকাকে অস্কারের মঞ্চে দেখবেন। এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।