নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী মহল্লার ক্ষুদিরাম স্মৃতি সংঘের মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবারে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, শনি, রবি ও সোমবার ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, মঙ্গলবার শ্রী শ্রী রাধা গোবিন্দর লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন বাদলবাড়ীর হরে কৃষ্ণ নবীন সম্প্রদায়, মোড়দিয়ার জগৎবন্ধু সম্প্রদায়, রাজবাড়ীর রাধা গোবিন্দ সম্প্রদায়, সোলাকুড়ার রামচন্দ্র সম্প্রদায়, সলঙ্গার মদন মোহন সম্প্রদায় ও সিরাজগঞ্জের গুরুর আশীর্বাদ সম্প্রদায় এবং লীলা কীর্তন পরিবেশন করেন বগুড়ার শ্রী শ্যামল পাল, নওগাঁর কুমারী সুমিতা সরকার মিতালী ও বাদলবাড়ীর শ্রী শ্যামল চন্দ্র সুত্রধর।
এদিকে, ২৪ প্রহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠাভাবে সম্পন্ন করতে গতকাল মঙ্গলবার রাতে মন্দির পরিদর্শন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি অসীম কুমার সাহা বানী, সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, পৌর শাখার সভাপতি রতন বসাক, বিপ্লবী সাধারন সম্পাদক ও ‘বাংলা খবর বিডি’ ডটকমের প্রকাশক মানিক সরকার প্রমূখ। এ সময় হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক ঘোষ ও সাধারন সম্পাদক শ্যামল সূত্রধরসহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ কুঞ্জভঙ্গ, মহাপ্রভূর ভোগঅন্তে প্রসাদ বিতরন দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
বা/খ: এসআর।