মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহিপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৫ দিন ধরে বন্ধ কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ফরিদপুরে চাউল সরবরাহের অনুমতি না পাওয়ায় অভিযোগ

ফরিদপুরে চাউল সরবরাহের অনুমতি না পাওয়ায় অভিযোগ

// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //
ফরিদপুরের একাধিক অটো রাইস মিল মালিকরা খাদ‍্য বিভাগের সরকারি চাউল গোডাউনে সরবরাহের অনুমতি পাইনি বলে অভিযোগ পাওয়া গেছে। অচল রাইস মিল মালিকরা এমন আভিযোগ করেছেন। কানাইপুরের আকাশ অটোরাইস রাইস মিল ও লালন অটো রাইস মিল এই দুই মিল সরকারি গোডাউনে চাউল  সরবরাহ তালিকা থেকে বাতিল করে দেয়া হয়।
এ বিষয়ে লালন অটো রাইস মিলের মালিক সাঈদ আহমেদ রাজা জানান, প্রতি বছর আমরা সরকারি খাদ‍্য গুদামে চাউল সরবরাহ করে থাকি। আমি খাদ‍্য বিভাগের তালিকাভুক্ত একজন ব‍্যবসায়ী। কিন্তু এ বছর চাউল সরবরাহ করতে পারি নাই। তিনি আরো জানান, ফরিদপুরের জেলা খাদ্য কর্মকর্তা জানিয়ছেন মন্ত্রণালয় থেকে আপনার নামের তালিকা আসে নাই। যাদের নামের তালিকা এসেছে তাদের চাউল সরবরাহের অনুমতি দেয়া হয়েছে।
অপরদিকে আকাশ অটো রাইস মিলের মালিক  আকাশ জানান,  আমরা প্রতি বছর খাদ‍্য বিভাগের সরকারি গোডাউনে চাউল সরবরাহের অনুমতি পাই। কিন্তু এ বছর অদৃশ্য ক্ষমতার কারণে তা পাইনি। আকাশ আরো জানান,  আমার পাশে একটি রাইস মিল আছে। যার নাম বর্ষা রাইস মিল। এই রাইস মিলের মালিক হচ্ছে বিপ্লব সাহা।
এ মিলটি বছরের বেশির ভাগ সময়  বন্ধ থাকে। অথচ এ বন্ধ মিলটিকে প্রতি বছর চাউল সরবরাহের অনুমতি দেয়া হয়।। তিনি আরো জানান যে,  যেসব রাইস মিল নিয়মিত চালু থাকবে তারা সরকারি খাদ‍্য বিভাগের গোডাউনে চাউল সরবরাহ করতে পারবে। এই নিয়ম থাকা সত্বেও বিপ্লব সাহা অনুমতি পেলো।
কানাইপুরের স্হানীয় ব‍্যক্তিরা জানান, বেশির সময় বিপ্লব সাহার মিল টি বন্ধ থাকে। আবার মাঝে মধ্যে চালু হয়।
খাদ‍্য বিভাগ থেকে যখন চাউল সরবরাহের অর্ডার পায় তখন দেখা যায় মিলটি চালু করা হয়।
এ বিষয়ে  বিপ্লব সাহা জানান,  আকাশ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি  আরও জানান, গত মৌসুমে চাউল বরাদ্দে চুক্তিবদ্ধ হয়েছিল এবং সরকারকে যারা সময় মতো চাউল সরবরাহ করতে পারে নাই তাদেরকে  খাদ‍্য বিভাগ কালো তালিকাভুক্ত করেছে। ওই কালো তালিকার মধ্যে রয়েছে অভিযোগকারী আকাশও।
এ বিয়ের ফরিদপুর জেলা খাদ্য কর্মকর্তা (ডিসি ফুড) খন্দকার ফরহাদ জানান, গত মৌসুমে (গত বছর) যে সকল মিল মালিকরা চাউল সরবরাহ করেছিল তারা এ মৌসুমে চাউল সরবারহের জন‍্য মন্ত্রণালয়ে
কোন আবেদন করে নাই। মন্ত্রণালয়ে যারা আবেদন করেছে তাদেরকে সরবরাহের জন‍্য মন্ত্রণালয়ে অনুমতি দেয়া হয়েছে। তিনি আরো জানান,  প্রতিটি মিল মালিককে মৌসুমের পৃর্বে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মিল মালিকরা জানান, ফরিদপুরের খাদ‍্য বিভাগ  স্বজনপ্রীতি ও তোষণনীতি অনুসরণে এমন কাজ করেছে। কিন্তু ব‍্যবসায় সমস্যা হবে বা হতে পারে বিধায় আমরা কিছু বলতে পারি না।
তারা আরো জানান, বোয়ালমারীতে কয়েকটি মিল আছে;  চাউল সরবরাহে যেসব নীতিমালা ও যোগ্যতা অনুসরণ করা হয় বোয়ালমারীর মিলগুলোর তা নেই। অথচ তাও তারা বরাদ্দ পেয়েছে।
উল্লেখ্য, এ বছর ফরিদপুরের নয়টি উপজেলায় ৯ হাজার ৭শ’ ৫০ মেট্রিকটন সিদ্ধ চাউল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *