মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় আ. রব সেরনিয়াবাতের জন্মদিন উদযাপন রমযান মাসজুড়ে অসহায় গরীব রোজাদারদের ভরসা চেয়ারম্যান শাকিল সিরিজ জয় নিশ্চিতের মিশনে দুরন্ত বাংলাদেশ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন বেলকুচির সাবেক এমপিএ ড. আবু হেনার প্রথম জানাজা সম্পন্ন  সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই: হানিফ রাবিতে স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চার লক্ষাধিক  সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা

পঞ্চম ক্লাব বিশ্বকাপ জিতলো রিয়াল মাদ্রিদ

পঞ্চম ক্লাব বিশ্বকাপ জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : 

সৌদি আরবের দল আল হিলালকে হারিয়ে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মাওলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে ফাইনালে ৫-৩ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদের তুলনায় ক্লাব হিসেবে অতোটা সমৃদ্ধ নয় আল হিলাল। এবারই প্রথম উঠেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

সৌদি আরবের কোনো ক্লাব আগে কখনো এই ইতিহাস গড়তে পারেনি। রিয়ালের বিপক্ষেও লড়াই করেছে চোখে চোখ রেখে। কিন্তু শেষ হাসিটা হাসে রিয়ালই। আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে।

মরক্কোর প্রিন্স মাওলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে আট গোলের শুরুটা করে রিয়ালই। ১৩ মিনিটে বক্সের মাঝ বরাবর থেকে গোল করেন ভিনিসিয়ুস। ১৭ মিনিটে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। এর পরপরই ম্যাচে ফিরে আসে আল হিলাল। ২৬ মিনিটে ব্যবধান ২-১ করেন মুসা মারেগা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পর একের পর আক্রমণ চালায় রিয়াল। ৫৪ মিনিটে ভিনির বাকানো ক্রস কাছাকাছি জায়গায় থেকে গোলের উদ্দেশ্যে শট নেন করিম বেনজেমা। তাতে সফল হন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৫৮ মিনিটে নিজের জোড়া ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভালভার্দে। ১১ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পান ভিনিও। তবে এর আগে ও পরে মিলিয়ে আল হিলালের হয়ে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। কিন্তু কোনোভাবেই রিয়ালের জয় থামাতে পারেনি সৌদি ক্লাবটি।

ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় শিরোপা জিতে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা আগে থেকেই রিয়ালের দখলে। পঞ্চমবার জিতে নিজেদের আরো উচ্চতায় নিয়ে গেল তারা। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুইয়ে আছে বার্সেলোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *