সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তিস্তার ভূ-উপরিস্থ পানি যথার্থ ব্যবহার ও সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত

তিস্তার ভূ-উপরিস্থ পানি যথার্থ ব্যবহার ও সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
“তিস্তা ব্যারেজের উজানে ড্রেজিং এর মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলায় তিস্তা নদীর বামতীর সংরক্ষণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা “শীর্ষক প্রকল্পের উপর নীলফামারীতে মতবিনিময় কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪-মার্চ) তিস্তা ব্যারেজ ডালিয়া অবসর রেস্ট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।
এতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর (পাওর) প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব  উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সিইজিআইস এর রিসার্চ কনসাল্টার নোশিন তাবাসসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মো: রমজান আলী প্রামানিক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা বিষয়ক) মুহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, ঢাকা বাপাউবো পরিকল্পনা এর প্রধান প্রকৌশলী ড.শ্যামল চন্দ্র দাস, পরিকল্পনা-২ এর তত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা।
এ কর্মশালায় তিস্তা নদীর কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গনের কারণ ও প্রতিকার, ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি, তিস্তা এবং এর আওতাধীন অন্যান্য নদী সমূহের মাধ্যমে সংযোগ স্থাপন করে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করা সহ নদীভিত্তিক বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করণ সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।
উক্ত কর্মশালায় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল জোনের সকল নির্বাহী প্রকৌশলী, নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *