চৌহালীতে মসজিদের ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ৪৪৩ বার পড়া হয়েছে

রোকনুজ্জামান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালীতে কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের বাড়ীর সীমানার জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মসজিদের ইমামের বিরুদ্ধেেএমন ষড়যন্ত্রমূলক মামলা করায় তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
সোমবার দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাই ভুট্টোর সঞ্চালনায় ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, মনজুর কাদের কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলাল, সমাজসেবক আব্দুর রহমান মোল্লা, শমসের আলী মোল্লা , বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাসহ আরও অনেকেই ৷
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি প্রভাবশালী মহল ও ভূমিদস্যু আব্দুল হামিদ, মাওলানা মিজানসহ পরিবাররের ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা পূর্ব শত্রুতার জের ধরে নাটক সাজিয়ে এক নারী নিজের মাথা কেটে নাটকীয় মিথ্যা মামলা দায়ের করেছেন বক্তারা।
ওই মামলায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ভুক্তভোগী ও বক্তরা প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।