মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে । শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রামদি ইউনিয়নের ছাত্রদল সহ-সভাপতি আবু সাঈম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান নয়ন, ছাত্রদল নেতা সাজন মিয়া, কানন মিয়া, লুৎফর রহমান, খোকন মিয়া, রাসেল মিয়া, তানভির, খোকন ।
এ ঘটনায় আটক হয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান, রামদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক বিজয় মিয়াসহ ৫ জন। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী হিসেবে সারাদেশের মতো কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পদযাত্রা থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে।
এ বিষয়ে জানতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, সংঘর্ষের ঘটনাটি শুনিনি। জেনে বিস্তারিত জানাচ্ছি।
বা/খ : এসআর।