ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৬৯ কোম্পানিকে ফ্লোর প্রাইস বেঁধে দিলো বিএসইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের ওপর আবারও ফ্লোরপ্রাইস আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের এ বিষয়ে জানানো হয়েছে। এ আদেশ বৃহস্পতিবার (২ মার্চ) থেকে কার্যকর হবে।

এ প্রতিষ্ঠানগুলোর নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে গত বছরের ২৮ জুলাইয়ে, অথবা ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এ কয়দিনের ক্লোজিং প্রাইসের গড় মূল্য এর মধ্যে যেটি কম হবে সেটি।

এর আগে শেয়ারবাজারে ভয়বহ দরপতন দেখা দিলে গত বছরের ২৮ জুলাই প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) বেঁধে দেয় বিএসইসি। এতে শেয়ারবাজারে দরপতন কিছুটা কমলেও দেখা দেয় লেনদেন খরা।

লেনদেন খরা প্রকট হলে শেয়ারবাজারে গতি ফেরাতে গত ২১ ডিসেম্বর এ ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। সেই সঙ্গে একদিনে দাম কমার সর্বনিম্ন সীমা এক শতাংশ নির্ধারণ করা হয়। তবে তিন মাস না যেতেই এখন আবার প্রতিষ্ঠানগুলোত ফ্লোর প্রাইস দেওয়া হলো।

এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

১৬৯ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস ফিরিয়ে আনার কারণ জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে বলেন, স্টেকহোল্ডার এবং বিনিয়োগকারীদের একটি অংশের দাবি ছিল, হয় সব প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া অথবা সব প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস দেওয়া। তাই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম চালু করার লক্ষ্যে ফ্লোর প্রাইস তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৬৯ কোম্পানিকে ফ্লোর প্রাইস বেঁধে দিলো বিএসইসি

আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের ওপর আবারও ফ্লোরপ্রাইস আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের এ বিষয়ে জানানো হয়েছে। এ আদেশ বৃহস্পতিবার (২ মার্চ) থেকে কার্যকর হবে।

এ প্রতিষ্ঠানগুলোর নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে গত বছরের ২৮ জুলাইয়ে, অথবা ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এ কয়দিনের ক্লোজিং প্রাইসের গড় মূল্য এর মধ্যে যেটি কম হবে সেটি।

এর আগে শেয়ারবাজারে ভয়বহ দরপতন দেখা দিলে গত বছরের ২৮ জুলাই প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) বেঁধে দেয় বিএসইসি। এতে শেয়ারবাজারে দরপতন কিছুটা কমলেও দেখা দেয় লেনদেন খরা।

লেনদেন খরা প্রকট হলে শেয়ারবাজারে গতি ফেরাতে গত ২১ ডিসেম্বর এ ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। সেই সঙ্গে একদিনে দাম কমার সর্বনিম্ন সীমা এক শতাংশ নির্ধারণ করা হয়। তবে তিন মাস না যেতেই এখন আবার প্রতিষ্ঠানগুলোত ফ্লোর প্রাইস দেওয়া হলো।

এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

১৬৯ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস ফিরিয়ে আনার কারণ জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে বলেন, স্টেকহোল্ডার এবং বিনিয়োগকারীদের একটি অংশের দাবি ছিল, হয় সব প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া অথবা সব প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস দেওয়া। তাই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম চালু করার লক্ষ্যে ফ্লোর প্রাইস তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে।