ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছে দেশটি সামরিক বাহিনী। এ লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট ভবনে হামলাও চালিয়েছে সামরিক বাহিনীর একটি অংশ। তবে শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে অভ্যুত্থানের চেষ্টা। অভ্যুত্থানের চেষ্টায় জড়িত দেশটির সেনা প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে এবং পরে সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়ে নতুন সেনা প্রধান নিয়োগ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। সেইসাথে সংকটময় এই সময়ে আন্তর্জাতিক সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট লা পাজ শহরের সেন্ট্রাল প্লাজা মুরিলো স্কোয়ারে জড়ো হয়। শহরটিতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ এবং কংগ্রেসের ভবন অবস্থিত। সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের দরজায় ঢুকে যায়। এসময় প্রাসাদের বাইরে সশস্ত্র সেনারা অবস্থান করছিল।

পরে ওই প্লাজার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সরে যেতে থাকে সেনারা। সেনাপ্রধানকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে।

এদিকে আমেরিকা বলছে, তারা লাতিন আমেরিকার এই দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসাথে শান্তি ও সংযমের আহ্বানও জানিয়েছে মার্কিন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছে দেশটি সামরিক বাহিনী। এ লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট ভবনে হামলাও চালিয়েছে সামরিক বাহিনীর একটি অংশ। তবে শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে অভ্যুত্থানের চেষ্টা। অভ্যুত্থানের চেষ্টায় জড়িত দেশটির সেনা প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে এবং পরে সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়ে নতুন সেনা প্রধান নিয়োগ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। সেইসাথে সংকটময় এই সময়ে আন্তর্জাতিক সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট লা পাজ শহরের সেন্ট্রাল প্লাজা মুরিলো স্কোয়ারে জড়ো হয়। শহরটিতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ এবং কংগ্রেসের ভবন অবস্থিত। সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের দরজায় ঢুকে যায়। এসময় প্রাসাদের বাইরে সশস্ত্র সেনারা অবস্থান করছিল।

পরে ওই প্লাজার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সরে যেতে থাকে সেনারা। সেনাপ্রধানকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে।

এদিকে আমেরিকা বলছে, তারা লাতিন আমেরিকার এই দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসাথে শান্তি ও সংযমের আহ্বানও জানিয়েছে মার্কিন প্রশাসন।