আশরাফুল ইসলাম রনি,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে নাশকতার মামলায় উপজেলা যুবদলের আহবায়কসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত উপজেলা যুবদলের আহবায়ক তাড়াশ পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকার এফ.এম শাহ আলম ও উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ওর্য়াড বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
সোমবার রাতে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে যুবদলের আহবায়ক এফ.এম শাহ আলমকে ও বিনসাড়া বাজার থেকে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতরা নাশকতার মামলার আসামী। তাঁদেরকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।
আটকের বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী জানান, নেতাকর্মীদের নাশকতার গায়েবী মামলায় আটক করে হয়রানি করা হচ্ছে।
বা/খ: এআআর।